গত বছর পুজোয় মুক্তি পেয়েছে 'বহুরূপী'। বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মাইকফলক ছুঁয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি। বক্স অফিসে বিরাট লক্ষ্মীলাভ করেছে। এতটাই সাফল্য এসেছে যে, ১০০ দিন পরেও বহু প্রেক্ষাগৃহের বাইরে ঝুলেছে 'হাউজফুল' বোর্ড। এবার বড় ঘোষণা করল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। এবছর নন্দিত্নদিতা-র হাত ধরে আসছে তিন বড় ছবি। সামনে এল ছবিগুলি মুক্তির তারিখ।
আমার বস
গ্রীষ্মে, ১৬ মে মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি, 'আমার বস'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। এছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ নিজেই। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরত' ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত। এছাড়া গৌতম হালদারের 'নির্বাণ' ছবিতে অভিনয় করেছেন তিনি। যদিও এই ছবিটি বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ উৎসবে প্রদর্শিত হলেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ছবিটি।
রক্তবীজ ২
২০২৩-এর পুজোয় মুক্তি পেয়েছিল 'রক্তবীজ'। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি দারুণ প্রশংসা পায়। এমনকী বক্স অফিসেও ভাল সাড়া ফেলেছে ছবিটি। নন্দিতা- শিবপ্রসাদের প্রথম থ্রিলার ছবি ছিল এটি। এই ছবি ঘিরে বাড়তি কৌতূহল ছিল দর্শক-সমালোচকদের মনে। অনেকেই সিক্যুয়েলের আবদার জানিয়েছিলেন। এবছরের দুর্গা পুজোয় আসছে 'রক্তবীজ ২'। শোনা যাচ্ছে, বড় ক্যানভাসে তৈরি হতে চলেছে 'রক্তবীজ ২'। 'বহুরূপী'-র শ্যুটিং হয়েছিল ৮৪টি জায়গায়। টলিপাড়ার খবর 'রক্তবীজ ২'-র শ্যুটিং আরও বেশি জায়গায় হবে। তবে এই ছবিতে কোনও ভাবে শিবপ্রসাদ অভিনয় করবেন না। তিনি নন্দিতা রায়ের সঙ্গে ক্যামেরার পিছনেই থাকবেন।
ভানুপ্রিয়া ভূতের হোটেল
এবার ভূতের ছবি নিয়ে আসছেন নন্দিতা- শিবু। বড়দিনে আসছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ছবির পরিচালনায় অরিত্র মুখোপাধ্যায়। চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন জিনিয়া সেন ও গোধূলী শর্মা। ২৩ জানুয়ারি প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। এই মুহূর্তে পুরো দমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সব ঠিক থাকলে চলতি বছরের মে- জুন মাস নাগাদ শুরু হবে শ্যুটিং। লোকেশন রেইকিও প্রায় শেষের পথে। কারা অভিনয় করবেন তা এখন অবধি জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, কাস্টিংয়ে বড় চমক থাকতে পারে। হরর কমেডি ঘরানার ছবি নিয়ে প্রথম কাজ করবেন অরিত্র।
প্রসঙ্গত, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় , তাঁদের প্রায় প্রতিটি ছবিই এক অন্য সুতোয় গাঁথেন। মানবিক ছবিতেও উঠে আসে পারিবারিক রোজনামচার খুব চেনা ক্রাইসিস, যা দেখে যেন মনে হয় ঠিক পাশের বাড়ির গল্প। থাকে এক বিশেষ বার্তা। অন্যদিকে ধীরে ধীরে নতুন ঘরানার ছবির বানাচ্ছেন তাঁরা। এবছর তাঁরা কতটা সফল হয়, সেটাই এখন দেখার।