বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এসে গেছে। প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া, আড্ডা সহ নানা প্ল্যানের মধ্যে পুজোয় ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি। এবারও উৎসবের মরসুমে মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। জেনে নিন, এই পুজোয় কোন কোন বাংলা ছবি দেখতে পারেন।
ছবি: রঘু ডাকাত (Raghu Dakat)
* প্রযোজনা সংস্থা: এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স
* পরিচালক: ধ্রুব বন্দ্যোপাধ্যায়
* অভিনয়ে: দেব, ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানি, রূপা গঙ্গোপাধ্যায়
* মুক্তির তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫
বছর চারেক আগে প্রথম শোনা যায়, রঘু ডাকাত রূপে সামনে আসবেন দেব। বারবার বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। এরপর নানা জট কেটে, শুরু হয় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবির শ্যুট। দেবের ছবিতে ফের জায়গা পাকা করেছেন ইধিকা পাল। শুধু তাই নয়, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও রূপা গঙ্গপাধ্যায়। অষ্টাদশ শতাব্দীর সময়কালে বাংলার সাধারণ মানুষের নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে 'মসিহা' হয়ে পাশে দাঁড়িয়েছিলেন রঘু ডাকাত। 'লার্জার দ্যান লাইফ' এই কাল্পনিক গল্পের নায়ক রঘু আজও বাঙালিদের মনে বেঁচে আছেন। এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, তাই সেরা অভিনয় দক্ষতাটুকু দিয়েই নিজেকে উজার করে দেবেন দেব। এমনটাই আশা পর্দার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী- দেবের। 'গোলন্দাজ' -এর চূড়ান্ত বক্স অফিস সাফল্যের ফর ফের জুটিতে কাজ করবেন ধ্রুব -দেব। বলাই বাহুল্য দর্শকদের প্রত্যাশাও থাকবে তুঙ্গে।
ছবি: দেবী চৌধুরাণী (Devi Chowdhurani)
* প্রযোজনা সংস্থা: এডিটেড মোশন পিকচার্স
* পরিচালক: শুভ্রজিৎ মিত্র
* অভিনয়ে: শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, দর্শনা বণিক-সহ বাংলার এক ঝাঁক অভিনেতা।
* মুক্তির তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫
এক সময় বাংলা ইতিহাস বা সাহিত্য নির্ভর বহু ছবি হত টলিউড ইন্ডাস্ট্রিতে। মাঝে বেশ কিছু বছর, তা প্রায় উধাও হয়েছিল। তবে বর্তমান সময় ধীরে ধীরে ফিরে আসতে সাহিত্য নির্ভর ছবি। বাংলা সাহিত্যকে আশ্রয় করে টলিউডের বাইরে বলিউডেও তৈরি হয় ছবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবী চৌধুরানী' এবার বড় পর্দায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভ্রজিৎ মিত্র। ছবির কাস্টিংয়েও রয়েছে বিরাট চমক।
ছবির চরিত্র লুক সামনে আসার পরে তা ব্যাপক সাড়া ফেলে। প্রফুল্ল অর্থাৎ দেবী চৌধুরানীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে ভবাণী পাঠকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে গুরুত্ব পাবে মূলত ১৭৭০ থেকে ১৭৮০ সালে বাংলার সময়টা। খবর অনুযায়ী, শুধু বাংলা নয়, মোট ৬টি ভাষায় মুক্তি পাওয়ার কথা 'দেবী চৌধুরানী'।
ছবি: রক্তবীজ ২ (Raktabeej 2)
* প্রযোজনা সংস্থা: উইনডোজ
* পরিচালক: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়
* অভিনয়ে: আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়
* মুক্তির তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫
সাধারণত পুজোর ভিড়ে ছবি মুক্তি পেত না উইন্ডোজ প্রযোজনা সংস্থার। তবে সে ছক ভেঙে গত ২০২৩-র দুর্গাপুজোয় মুক্তি পায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'রক্তবীজ'। গত বছর মুক্তি পায় পরিচালকদ্বয়ের ছবি 'বহুরূপী'। এবার পুজোয় আসছে 'রক্তবীজ ২'। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় অভিনীত 'রক্তবীজ' একদিকে যেমন দারুণ প্রশংসা পায়, সেই সঙ্গে বক্স অফিসেও ভাল সাড়া ফেলেছিল। নন্দিতা- শিবপ্রসাদের প্রথম থ্রিলার ছবি ছিল এটি। এই ছবি ঘিরে বাড়তি কৌতূহল ছিল দর্শক-সমালোচকদের মনে। অনেকেই সিক্যুয়েলের আবদার জানিয়েছিলেন। সেই কথা মতোই আসছে 'রক্তবীজ ২'। শোনা যাচ্ছে, বড় ক্যানভাসে তৈরি হয়েছে এই ছবি। 'বহুরূপী'-র শ্যুটিং হয়েছিল ৮৪টি জায়গায়। 'রক্তবীজ ২'-র শ্যুটিং আরও বেশি জায়গায় হয়েছে। তবে এই ছবিতে কোনও ভাবে শিবপ্রসাদ অভিনয় করছেন না। তিনি নন্দিতা রায়ের সঙ্গে ক্যামেরার পিছনেই থাকবেন।
ছবি: যত কাণ্ড কলকাতায় (Joto Kando Kolkatay)
* প্রযোজনা সংস্থা: ফ্রেন্ডস কমিউনিকেশন
* পরিচালক: অনীক দত্ত
* অভিনয়ে: আবীর চট্টোপাধ্যায়, নওশাবা আহমেদ
* মুক্তির তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫
এই ছবির মাধ্যমে এবার ফেলুদাকে ছাড়াই তোপসের গল্প দেখতে পারবে দর্শক। আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে তোপসে চরিত্রে ৷ এবার তোপসে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট নন। এখানে তিনি নিজেই একজন গোয়েন্দা। ছবির গল্প কিছুটা এরকম, বাংলাদেশ থেকে একটি মেয়ে নিজের পরিবারকে খুঁজতে কলকাতায় আসে। তবে পরিবারকে খুঁজে পাওয়ার জন্য তার হাতে থাকে একটি মাত্র সূত্র, যেটি একটি হেঁয়ালি। সেই হেঁয়ালির সমাধানের জন্য সে সাহায্য নেয় তোপসে নামক চরিত্রের। উত্তর খুঁজতে তারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে দার্জিলিং এবং কার্শিয়াং অবধি যায় এবং নানা বিপদের সম্মুখীন হয়। এরপর গল্প কোন দিকে এগোয়, সেটাই দেখার।