Advertisement

Dev's Family: মায়ের কাছে এখনও বকা খান! মরু শহরে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন দেব

Dev: তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। তবে পরিবারের জন্যেও ব্যস্ততার মধ্যেও সময় বের করেন।

পরিবারের সঙ্গে দেব (ছবি: ফেসবুক)পরিবারের সঙ্গে দেব (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 11:05 AM IST

তিনি টলিউডের অন্যতম সুপারস্টার। সেই সঙ্গে এই মুহূর্তের প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। আবার পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ। তবুও তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। তবে পরিবারের জন্যেও ব্যস্ততার মধ্যেও সময় বের করেন। ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাটিয়ে ফেলেছেন। 

টলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জার্নিটা সহজ ছিল না। প্রত্যাখ্যান পেয়েছেন বহুবার। কটূক্তিও কম শুনতে হয়নি। এমনকী প্রশ্ন উঠেছে তাঁর কথা বলার ভঙ্গী, উচ্চারণ, অভিনয় দক্ষতা নিয়েও। তবু হার মানেননি। উল্টে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ট্রোলারদের দিকেই। আজ সেই নিন্দুকদের অনেকের মুখে শোনা যায়, 'শিরায় শিরায় রক্ত, দেবদা'র ভক্ত'। কথা হচ্ছে দেবকে (Dev) নিয়ে। এই মুহূর্তে তিনি টলিউডের মেগাস্টার। সাফল্যের শিখরে উঠে, পুরনো স্মৃতিচারণ করলেন টলিউডেত 'রাজার রাজা'।

একটি প্রচলিত প্রবাদ 'যে রাঁধে সে চুলও বাঁধে...', সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে যদি ছেলেদের জন্যেও একই প্রবাদ ব্যবহার করা যেত, তাহলে তা দেবের জন্যেও প্রযোজ্য হত। কারণ শত কর্ম ব্যস্ততার মধ্যেও, গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্রর সঙ্গে সময় কাটানো হোক, কিংবা পরিবারকে সময় দেওয়া, সবটাই দেব করেন ভাল ভাবে। শ্যুটিংয়েও বাবা, মা, বোনকে নিয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই দেখা যায় তাঁর পরিবারকে। 

আরও পড়ুন

 

 

সম্প্রতি পরিবারের সঙ্গে দুবাইতে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন দেব। মরু শহরের বিভিন্ন স্থানে ফটোসেশনও করেছেন তাঁরা। কোনও ছবিতে দেখা যাচ্ছে মরুভূমিতে মা-কে জড়িয়ে রয়েছেন দেব ও তাঁর বোন দিপালী। আবার কোনওটিতে মায়ের ছবি নিজেই তুলে দিচ্ছেন মেগাস্টার। কমেন্টবক্সে সকলে প্রশংসায় ভরাচ্ছেন। সংবাদমাধ্যমকে দেব বলেছেন, "বাড়িতে তো আমি রাজুই। ওখানে কি আমি নায়ক? মা এখনও আমায় সময়ে সময়ে বকুনি দেন। সমাজমাধ্যমে সবকিছু লক্ষ করে তার পর আবার প্রশ্নও করেন। আসলে দিনের শেষে পরিবারই তো সব। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করেন মা-বাবা।" 

Advertisement

 

 

আসলে আবু ধাবিতে 'রঘু ডাকাত' ছবির বিশেষ প্রদর্শনের জন্য গিয়েছেন নায়ক। সেখানে গিয়েছিলেন ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যও। এক প্রকার 'একই ঢিলে দুই পাখি মারা'-র মতো বিষয়। কাজের পাশাপাশি দুবাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরছেন পরিবারের সঙ্গে। সেখান থেকে ফিরেই 'প্রজাপতি ২' ছবিতে কাজে মন দেবেন দেব। এখন কিছুটা শ্যুটিং বাকি আছে। ডিসেম্বরে, দেবের জন্মদিন- বড়দিনের সময় মুক্তি পাবে 'প্রজাপতি ২'।

 

Read more!
Advertisement
Advertisement