Advertisement

Boney Sengupta-Koushani Mukherjee: বনি-কৌশানী প্রযোজিত প্রথম সিনেমা, মুক্তি পেল 'ডাল বাটি চুরমা (চচ্চরি)'ট্রেলার

বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা বিকে এনটারটেইনমেন্টের প্রথম ছবি 'ডাল বাটি চুরমা (চচ্চরি)'-এর ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। অভিনয়ের পাশাপাশি এই দুই টলিউড তারকা এবার প্রযোজক হিসাবেও নাম লেখালেন। এমনিতেই টলি পাড়ায় বনি-কৌশানীর অনস্ক্রীন ও অফস্ক্রীন কেমিস্ট্রি নিয়ে কোনও কথাই হবে না। এবার এই জুটির প্রযোজনা সংস্থার প্রথম ছবি কেমন মন জয় করে দর্শকদের সেটাই দেখার।

বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2023,
  • अपडेटेड 4:11 PM IST
  • বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা বিকে এনটারটেইনমেন্টের প্রথম ছবি 'ডাল বাটি চুরমা (চচ্চরি)'-এর ট্রেলার মুক্তি পেল সম্প্রতি।
  • বিকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এর আগেই এই সিনেমার ট্রেলার মুক্তি নিয়ে আগাম ঘোষণা হয়ে গিয়েছিল। সেই কথা মতো ঠিক সময়েই এই সিনেমার ট্রেলার মুক্তি পায়।
  • ট্রেলার দেখেই বোঝা গিয়েছে এই সিনেমায় রয়েছে ভরপুর কমেডি। আর হবে নাই বা কেন খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত যখন আছে তখন তো সেখানে আনলিমিটেড হাসি থাকবেই।

বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা বিকে এনটারটেইনমেন্টের প্রথম ছবি 'ডাল বাটি চুরমা (চচ্চরি)'-এর ট্রেলার মুক্তি পেল সম্প্রতি। অভিনয়ের পাশাপাশি এই দুই টলিউড তারকা এবার প্রযোজক হিসাবেও নাম লেখালেন। এমনিতেই টলি পাড়ায় বনি-কৌশানীর অনস্ক্রীন ও অফস্ক্রীন কেমিস্ট্রি নিয়ে কোনও কথাই হবে না। এবার এই জুটির প্রযোজনা সংস্থার প্রথম ছবি কেমন মন জয় করে দর্শকদের সেটাই দেখার। 

'ডাল বাটি চুরমা (চচ্চরি)'-এর ট্রেলার মুক্তি
বিকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এর আগেই এই সিনেমার ট্রেলার মুক্তি নিয়ে আগাম ঘোষণা হয়ে গিয়েছিল। সেই কথা মতো ঠিক সময়েই এই সিনেমার ট্রেলার মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী পরিচালিত এই সিনেমা খাঁটি প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছে। বাঙালি মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে মারোয়াড়ি ছোকরা। আর এই প্রেম নিয়েই য়ত গণ্ডগোল বাঙালি ও অবাঙালি পরিবারে। একেবারে কর্মাশিয়াল এই সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্ত ও কৌশানীকে। টলিউডে এখন এই জুটি সেরা। আর এই প্রেমের গল্পকে সামনে রেখে সিনেমায় রয়েছে ঝগড়া, অশান্তি ও মন খুলে হাসার প্রচুর সুযোগ। 

পরিচালক হরনাথ বহুদিন পর ফিরলেন
ট্রেলার দেখেই বোঝা গিয়েছে এই সিনেমায় রয়েছে ভরপুর কমেডি। আর হবে নাই বা কেন খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত যখন আছে তখন তো সেখানে আনলিমিটেড হাসি থাকবেই। বহুদিন পর পরিচালনায় দেখা যাবে হরনাথ চক্রবর্তীকে আর তাঁর পরিচালিত ছবি কর্মাশিয়ালই যে হয় তা দর্শক খুব ভালোভাবে জানেন। বিকে এন্টারটেইনমেন্টের সঙ্গে প্রযোজনার দায়িত্বে রয়েছেন রবি ভালোটিয়া। প্রথম সিনেমা নিয়ে স্বাভাবিকভাবে খুবই উৎসাহিত বনি-কৌশানী। 

আরও পড়ুন: Prosenjit got angry on Bonny Sengupta: এই একটা ভুলের কারণেই অভিনেতা বনির ওপর বেজায় চটলেন প্রসেনজিৎ

Advertisement

১৭ ফেব্রুযারি এই ছবি মুক্তি
টলি পাড়ার রিয়্যাল লাইফ জুটি বনি-কৌশানীর প্রেম সব জাগায় চর্চিত। সোশ্যাল মিডিয়ায় এই দুই লাভ বার্ডস তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন। সাত পাকে কবে ধরা দেবেন সে উত্তর এখনও অধরা থাকলেও দুজনে একসঙ্গে প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন। বনি জানিয়েছেন যে ডাল বাটি চুরমা (চচ্চরি) মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গল স্ক্রিনেও মুক্তি পাবে। বনি ও কৌশানী দুজনেই চান করমাশিয়াল সিনেমাকে বাঁচিয়ে তাঁদের প্রযোজনা সংস্থা অবশ্যই অন্য ধারার সিনেমাও তৈরি করবে। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই সিনেমা। ততদিন চুটিয়ে প্রচারের কাজ চালিয়ে যাবেন বনি ও কৌশানী।   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement