পুজোয় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন হাউজের বহুরূপী। বক্স অফিসের সাফল্যে পুজোয় রিলিজ হওয়া বাকি সিনেমাগুলিকে আগেই টেক্কা দিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই ছবি। এবার ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র শিরোপা পেল বহুরূপী। ব্লকবাস্টার 'বহুরূপী' ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্র হিসাবে আবির্ভূত হয়েছে, এর পরে রয়েছে 'প্রধান' এবং 'টেক্কা'। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (EIMPA) এর একজন কর্মকর্তা বুধবার PTI-কে এই তথ্য জানিয়েছেম।
পুজোয় রিলিজ 'বহুরূপী' বাংলার মাল্টিপ্লেক্স জুড়ে তার মুক্তির মাত্র নয় সপ্তাহে ৫.৫১ কোটি টাকা আয় করেছিল। সেইসঙ্গে দেবের'প্রজাপতি'কেও হারিয়ে দিলেন শিবপ্রসাজ। এরআগে ২০২২ সালে ১৩ সপ্তাহে ৪.১৯ কোটি টাকা আয় করেছিল 'প্রজাপতি'। বহুরূপী ছাড়া ২০২৪ সালের হিট ছবিগুলির মধ্যে 'প্রধান', ২০২৩ সালের ডিসেম্বরে বড়দিনের সপ্তাহে মুক্তি পেয়েছিল। এই বছরের প্রথম তিন মাসে টানা হাউসফুল শো দিয়েছে। এদিকে বহুরূপী একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে, মাত্র নয় সপ্তাহে ৫.৫১ কোটি আয় করেছে।
পুজোয় তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। 'বহুরূপী', 'টেক্কা' ও 'শাস্ত্রী'। এরমধ্যে 'টেক্কা' সাত সপ্তাহে ১.৫৯ কোটি টাকা আয় করেছে এবং 'অযোগ্য', যা এই বছরের শুরুতে রিলিজ করে ছয় সপ্তাহে ৯৯ লাখ টাকার ব্যবসা দেয়। EIMPA-র সূত্র জানিয়েছে এই বছর রিলিজ অন্যান্য সিনেমাগুলির মধ্যে 'নয়ন রহস্য' সাত সপ্তাহে ৫৩ লাখ টাকা, 'অতি উত্তম' আট সপ্তাহে ৫০ লাখ টাকা , 'যমালয়ে জীবনতো ভানু' চার সপ্তাহে ৪০ লাখ টাকা এবং 'বাবলি' সাত সপ্তাহে ৩৪ লাখ টাকার ব্যবসা দিয়েছে। এই সিনেমাগুলি বাংলার মাল্টিপ্লেক্স চেইন থেকে এই আয় করেছে। EIMPA ওই কর্মকর্তা জানিয়েছেন , "সন্তান' এবং 'খাদান' এবার বড়দিনের রিলিজ হিসেবে ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এরপরেই ৩১ ডিসেম্বরের মধ্যে কোন সিনেমা কত আয় করল তা নিশ্চিত করে বলা যাবে। উল্লেখ্য, 'বহুরূপী'-র প্রযোজক উইন্ডোজের আরেকটি ছবি 'অমর বস'এই ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল। ছবি ছবিটির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছরের শুরুতে মুক্তি পেতে পারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই ছবি।
প্রথমে কথা হয়েছিল, এই বছর মুক্তি পাবে 'বহুরূপী' আর 'আমার বস' দুটি ছবিই। তবে 'বহুরূপী'-র সাফল্য বদলে দিয়েছে সমস্ত হিসেব। ৭০তম দিনে 'বহুরূপী'-র একাধিক শো হাউজফুল। সোশ্যাল মিডিয়ায় সেই খতিয়ান শেয়ার করেছে পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় খোদ। এই ছবি মুক্তির পর থেকেই ভেঙেছে একের পর এক রেকর্ড। বক্সঅফিসে এখনও দুর্দান্ত ব্যবসা করে চলেছে 'বহুরূপী'। কার্যত পিছনে ফেলে দিয়েছে একাধিক ছবিকে। সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ লিখেছেন, 'আজ 'বহুরূপী-র ৭০তম দিন, আজকেও হাউসফুল, বুক-মাই-শোতে লাল হয়ে রয়েছে। এই ক্রিসমাসে আমাদের পরবর্তী ছবি 'আমার বস' মুক্তি পাওয়ার কথা ছিল। আমার পরিবেশক, রাজকুমার দামানী আমাকে বলেছিলেন, "শিবুদা, বহুরূপী গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে, "আমার বস" পিছিয়ে দিন"। রাজকুমার দামানীর কথাই সত্যি হলো। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ সিনেমা হলের মালিকদের এত ভালোবাসা এত শুভেচ্ছা বহুরূপীকে দেওয়ার জন্য।' সঙ্গে শিবপ্রসাদ প্রমাণ হিসেবে শেয়ার করে নিয়েছেন 'বুক মাই শো'-এর স্ক্রিন শট।