Advertisement

Bohurupi Song- Shimul Polash: ট্রেন্ডিং 'শিমুল পলাশ'! গ্রাম বাংলার বিয়ের গানে জমজমাট শিবু- কৌশানীর রসায়ন

Shimul Polash Song: নন্দিতা- শিবপ্রসাদের 'বেলা শুরু'-র 'টাপা টিনি' গানটি মানুষের মুখে মুখে ফিরত। ঠিক সেরকমই একটা বিয়ের গান ফের উপহার পেলেন দর্শক। 'বহুরূপী' ছবিতে রয়েছে  গ্রাম বাংলার বিয়ের গান ৷

'বহুরূপী'-র দৃশ্যে শিবপ্রসাদ ও কৌশানী'বহুরূপী'-র দৃশ্যে শিবপ্রসাদ ও কৌশানী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Sep 2024,
  • अपडेटेड 2:36 PM IST

সাধারণত পুজোর ভিড়ে ছবি মুক্তি পেত না উইন্ডোজ প্রযোজনা সংস্থার। তবে সে ছক ভেঙে গত বছর দুর্গাপুজোয় মুক্তি পায় নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) ছবি 'রক্তবীজ'। এবারও বাঙালির সবচেয়ে বড় উৎসবে মুক্তি পাবে পরিচালকদ্বয়ের নতুন ছবি 'বহুরূপী'(Bohurupi)।   

শুক্রবার সামনে এসেছে 'বহুরূপী'-র প্রথম গান 'শিমুল পলাশ' Shimul Polash Song)। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। এমনকী এই গানের প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান (A R Rahman)। ট্যুইট করে তিনি এই গান ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানান শিল্পী। 

 

আরও পড়ুন

 

নন্দিতা- শিবপ্রসাদের 'বেলা শুরু'-র 'টাপা টিনি' গানটি মানুষের মুখে মুখে ফিরত। ঠিক সেরকমই একটা বিয়ের গান ফের উপহার পেলেন দর্শক। 'বহুরূপী' ছবিতে রয়েছে  গ্রাম বাংলার বিয়ের গান ৷ 'আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়া গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে নোলক দিয়া।' গানের দৃশ্যে ফুটে উঠেছে বিক্রম ও  ঝিমলির বিয়ে ও  দাম্পত্যের নানা মুহূর্ত৷ লোকগানের ছন্দে শিবপ্রসাদ ও কৌশানীর জমজমাট প্রেম ও রসায়ন নজর কাড়ল সবার।  

 

'শিমুল পলাশ' গানটি গানটি গেয়েছেন ননিচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী ৷ গানের কথা লিখেছেন ননিচোরা দাস বাউল নিজেই৷ সুর দিয়েছেন নানিছোড়া দাস বাউল ও বনি চক্রবর্তী। 

'বহুরূপী' ছবিতে বিক্রম চরিত্রে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন কৌশানী, ঝিমলির চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে ৷ ছবিতে একজন সাব- ইন্সপেক্টর রূপে দেখা যাবে আবিরকে। পর্দায় ফের ঋতাভরীকে দেখা যাবে তাঁর স্ত্রী রূপে। শোনা যাচ্ছে,  ১৯৯৮ থেকে ২০০৫ এই সময়কাল এই ছবির প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই ছবি। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement