
দুর্গাপুজোর আগে মুক্তি পেয়েছিল চারটি বাংলা ছবি। ইন্ডাস্ট্রির ঐক্য নিয়ে নানা কথা হলেও, এক্ষেত্রে ঠান্ডা লড়াই বা নাম না করে বাকযুদ্ধ, অভিযোগ- পাল্টা অভিযোগ কারও চোখ এড়াইনি। এখনও কিছু প্রেক্ষাগৃহে সেই ছবিগুলির মধ্যে কিছু কিছু চলছে। যে কোনও উৎসব মানেই ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, আড্ডা সহ নানা প্ল্যানের মধ্যে ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি। সেক্ষেত্রে উৎসব শেষে ছবি মুক্তিতে কিছুটা ঝুঁকি কম থাকে।
কিছুদিন আগে অনুষ্ঠিত ৭১ তম জাতীয় পুরস্কারে (71st National Film Awards) সেরার সেরা শিরোপা পেয়েছে এই ছবি। সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে অর্জুন দত্ত (Arjun Dutta) পরিচালিত 'ডিপ ফ্রিজ'। তারপর থেকেই শিরোনামে এই ছবি। গত ২১ নভেম্বর মুক্তি পেয়েছে। একই দিনে মুক্তি পেয়েছে আরও এক চর্চিত ছবি 'দ্য একাডেমি অব ফাইন আর্টস'। ছবির প্রতিক্রিয়া কিংবা রিভিউ বেশ ইতিবাচক। এখন পর্যন্ত কতটা লক্ষ্মীলাভ হল, তা নিয়ে অনেকেই মনেই কৌতূহল রয়েছে। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'ডিপ ফ্রিজ' বাংলা ছবির এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন কেমন।
ছবি: ডিপ ফ্রিজ
* প্রযোজনা সংস্থা: কালারর্স অফ ড্রিম এন্টারটেইনমেন্ট
* পরিচালক: অর্জুন দত্ত
* অভিনয়ে: আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অনুরাধা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়।
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.৭ কোটি
* ভারতে নেট কালেকশন- ০.৬ কোটি
* বাংলায় নেট কালেকশন- ০.০৬ কোটি
মুক্তির পরে প্রথম দিনে 'ডিপ ফ্রিজ'-র কালেকশন ছিল ০.০১ কোটি, দ্বিতীয় দিনেও কালেকশন ছিল ০.০১ কোটি, তৃতীয় দিনে কালেকশন ছিল ০.০২ কোটি এবং চতুর্থ দিনে কালেকশন ছিল ০.০১ কোটি এবং পঞ্চম দিনের কালেকশন ০.০১ কোটি টাকা।
এক স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়ের অভিজ্ঞতার গল্প 'ডিপ ফ্রিজ'। নতুন সম্পর্কের ভিড়ে কি পুরনো সম্পর্কের বুনন শিথিল হয়ে পড়ে? নাকি মনের মধ্যেকার টান রয়ে যায় চিরন্তন? কোন উপসংহারে পৌঁছবে হিম শীতল হয়ে আসা এই সম্পর্কের গল্প? সেই গল্পই শোনাবে অর্জুন দত্তের নতুন ছবি।