Advertisement

Jeet Films Box Office Collection: কতটা হিট বা ফ্লপ? জানুন গত ৫ বছরে জিতের কোন ছবি বক্স অফিসে কেমন আয় করেছে

Jeet Films Box Office Collection: সুপারস্টার হয়েও, জিতের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে বিরাট প্রভাব ফেলতে পারেন। এমনকী মুখ থুবড়েও পড়েছে বেশ কয়েকটি। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে জিতের কোন ছবির বক্স অফিস কালেকশন কেমন।

জিৎজিৎ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 1:35 PM IST

তিনি টলিউডের অন্যতম সুপারস্টার। সেই সঙ্গে এই মুহূর্তে টলিউড প্রযোজকদের মধ্যে একজন। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। তবে পরিবারের জন্যেও ব্যস্ততার মধ্যেও সময় বের করেন। বাংলা ছবিতে অভিনয় করছেন প্রায় দু'দশকের বেশি সময় ধরে। বি-টাউনেও স্ট্রাগল করেছেন টলিপাড়ায় আসার আগে। পর্দার সামনে তিনি এখন যতটা দক্ষ, সেরকম পর্দার পিছনেও কাজ করেছেন সহ- পরিচালক রূপে। 

গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন মডেলিং এবং বিজ্ঞাপনের কাজের মাধ্যমে। ধীরে ধীরে বাংলা ছবির নায়ক হওয়া এবং এরপর টলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জার্নিটা সহজ ছিল না। বর্তমানে বাংলা পাশাপাশি তিনি ফের কাজ করছেন বলিউডে। কথা হচ্ছে জিতকে (Jeet) নিয়ে।

সুপারস্টার হয়েও, জিতের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে বিরাট প্রভাব ফেলতে পারেন। এমনকী মুখ থুবড়েও পড়েছে বেশ কয়েকটি। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ বছরে জিতের কোন ছবির বক্স অফিস কালেকশন (Box Office Collection) কেমন।

ছবি: অসুর

* প্রযোজনা সংস্থা: জিৎ ফিল্মওয়ার্কস  

* অভিনয়ে: জিৎ, আবির চট্টোপাধ্যায়, নুসরত জাহান

* প্রেক্ষাগৃহে মুক্তি: জানুয়ারি ২০২০  

বক্স অফিস কালেকশন 

* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৭ কোটি  

* ভারতে নেট কালেকশন- ৬ কোটি 

ছবি: বাজি

* প্রযোজনা সংস্থা: জিৎ ফিল্মওয়ার্কস  

* অভিনয়ে: জিৎ, মিমি চক্রবর্তী 

* প্রেক্ষাগৃহে মুক্তি: অক্টোবর  ২০২১   

বক্স অফিস কালেকশন 

* বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.০৬ কোটি  

* ভারতে নেট কালেকশন- ০.৫৩ কোটি 

ছবি: চেঙ্গিস

* প্রযোজনা সংস্থা: জিৎ ফিল্মওয়ার্কস ও  ঘ্রাসরুট এন্টারটেইনমেন্ট

* অভিনয়ে: জিৎ, সুস্মিতা চট্টোপাধ্যায় 

* প্রেক্ষাগৃহে মুক্তি: এপ্রিল ২০২৩  

Advertisement

বক্স অফিস কালেকশন 

* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৫.২৯ কোটি  

* ভারতে নেট কালেকশন- ৬.২৫ কোটি (৩.৯৫ কোটি বাংলা, ১.৩৪ কোটি) 

ছবি: বুমেরাং 

* প্রযোজনা সংস্থা: জিৎ ফিল্মওয়ার্কস ও  ঘ্রাসরুট এন্টারটেইনমেন্ট

* অভিনয়ে: জিৎ, রুক্মিণী মৈত্র  

* প্রেক্ষাগৃহে মুক্তি: জুন ২০২৪  

বক্স অফিস কালেকশন 

* বিশ্বব্যাপী নেট কালেকশন- ১.০২ কোটি  

* ভারতে নেট কালেকশন- ০.৯২ কোটি  

এছাড়া ২০২২ সালের এপ্রিল মাসে মুক্তিপ্রাপ্ত জিতের ছবি 'রাবণ' তুলনামূলক ভাল আয় করেছে। এই ছবি হিট হয়। তবে বক্স অফিসের সঠিক অংক সামনে আসেনি। ২০২৩ সালের নভেম্ব মাসে মুক্তিপ্রাপ্ত জিতের ছবি 'মানুষ', মোট ২.৩৮ কোটি টাকা লক্ষ্মীলাভ করেছে (নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুসারে)। 

প্রসঙ্গত, 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ আইপিএস অর্জুন মৈত্রের চরিত্রে অভিনয় করে সকলের মন জেতার পর নতুন রূপে সামনে আসতে চলেছেন সুপারস্টার জিৎ। এই প্রথম তাঁকে কোনও বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে। এবার বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। পরিচালনায় পথিকৃৎ বসু। 


 

Read more!
Advertisement
Advertisement