
নয়ের দশক থেকে বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ২০২৪ সালে মুক্তি পেয়েছিল টলিউডের এই অন্যতম সেরা জুটির পঞ্চাশতম ছবি 'অযোগ্য'। সেই ছবি থেকেও বক্স অফিসে ভালই লক্ষ্মীলাভ হয়েছে। দর্শক বরাবর ভালোবাসা দিয়েছেন তাঁদের জুটিকে। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রসেনজিৎ- ঋতুপর্ণা জুটির সেরা ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'(Sasurbari Zindabad)-র বক্স অফিস কালেকশন কেমন ছিল।
'চোখ তুলে দেখো না কে এসেছে' প্রসেনজিৎ- ঋতুপর্ণার এই গান আজও সুপারহিট। বছরের পর বছর ধরে বহু বিয়ে বাড়ির 'অ্যান্থেম' হয়ে ওঠে এই গান। সোশ্যাল মিডিয়াতেও এরকম বহু ভিডিও ভাইরাল হয়। ২০০০ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ- ঋতুপর্ণার ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'।
বক্স অফিসে বিপুল অর্থলাভ করেছিল এসভিএফ-র এই ছবিটি। বাংলা বাণিজ্যিক সিনেমার ভাষা বদলে দিয়েছিল এই ছবি। গান থেকে শুরু করে ছবির সংলাপ আজও দর্শক মনে গেঁথে রয়েছে। ২০২৫-এ 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' মুক্তির ২৫ বছর পূর্ণ হয়। জামাইষষ্ঠীর আগে বড় ঘোষণা হয় টলিপাড়ায়। ফের বড় পর্দায় মুক্তি পায় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। যদিও 'প্রসেন-পর্ণা' জুটিকে ফের পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা।
ছবি: শ্বশুরবাড়ি জিন্দাবাদ
* প্রযোজনা সংস্থা: এসভিএফ
* পরিচালক: হরনাথ চক্রবর্তী
* অভিনয়ে: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত , রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা।
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.০৩ কোটি
* ভারতে নেট কালেকশন- ০.০৩ কোটি
* বাংলায় নেট কালেকশন- ০.০৩ কোটি
* উইকিপিডিয়া বলছে এই ছবির আয় প্রায় ২.০৫ কোটি টাকা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০০১ সালে প্রসেনজিৎ - ঋতুপর্ণা ঠিক করেন, তাঁরা আর একসঙ্গে কাজ করবেন না। এরপর তাঁদের একই ছবিতে অভিনয় করানোর জন্য বহু পরিচালক- প্রযোজকের চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু কাজটি করে দেখান নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রায় দীর্ঘ ১৫ বছর পর প্রেমের গল্প, 'প্রাক্তন'-এ ফের এক ফ্রেমে ধরা দেন 'প্রসেনপর্ণা'। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ'-এ একসঙ্গে অভিনয় করেন। আবার দীর্ঘ ৫ বছরের বিরতি। ২০২৪-এ কৌশিকের হাত ধরেই একসঙ্গে পর্দায় ফেরেন তাঁরা 'অযোগ্য' ছবিতে।