
দুর্গাপুজোর আগে মুক্তি পেয়েছিল চারটি বাংলা ছবি। ইন্ডাস্ট্রির ঐক্য নিয়ে নানা কথা হলেও, এক্ষেত্রে ঠান্ডা লড়াই বা নাম না করে বাকযুদ্ধ, অভিযোগ- পাল্টা অভিযোগ কারও চোখ এড়াইনি। এখনও কিছু প্রেক্ষাগৃহে সেই ছবিগুলির মধ্যে কিছু কিছু চলছে। যে কোনও উৎসব মানেই ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, আড্ডা সহ নানা প্ল্যানের মধ্যে ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি।
গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছে একটি বাংলা ছবি। তাবড় অভিনেতাদের নিয়ে কিছুটা নিরাপদ সময়ে মুক্তি পেলেও, বাকি দক্ষিণী ও হিন্দি ছবির সঙ্গে টেক্কা দিতে হয়েছে শুরু থেকে। তবে এই ছবির প্রতিক্রিয়া কিংবা রিভিউ বেশ ইতিবাচক। এখন পর্যন্ত কতটা লক্ষ্মীলাভ হল, তা নিয়ে অনেকেই মনেই কৌতূহল রয়েছে। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'রান্না বাটি' বাংলা ছবির এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন কেমন।
ছবি: রান্না বাটি
* প্রযোজনা সংস্থা: নন্দী মুভিজ
* পরিচালক: প্রতিম ডি.গুপ্ত
* অভিনয়ে: ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, শোলাঙ্কি রায়, অনির্বাণ চক্রবর্তী, বরুন চন্দ, ইদা দাশগুপ্ত।
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.১৬ কোটি
* ভারতে নেট কালেকশন- ০.১৪ কোটি
* বাংলায় নেট কালেকশন- ০.১৮ কোটি
মুক্তির পরে প্রথম দিনে 'রান্না বাটি'-র কালেকশন ছিল ০.০১ কোটি, দ্বিতীয় দিনে এই ছবির কালেকশন ছিল ০.০৪ কোটি, তৃতীয় দিনে কালেকশন ছিল ০.০৭ কোটি এবং চতুর্থ দিনে কালেকশন ছিল ০.০২ কোটি।
প্রসঙ্গত, ৪০ বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গল্প 'রান্না বাটি', যিনি একা হাতে মেয়েকে মানুষ করছেন। বাবা (শান্তনু) ও মেয়ের (মোহর) একেবারেই বনে না। মায়ের সঙ্গে বেশি বন্ধুত্ব ছিল মোহরের। বাবার সঙ্গে সেই বন্ডিংটাই তৈরি হয়। এদিকে স্ত্রীয়ের মৃত্যু এখনও মেনে নিতে পারেনি শান্তনু। এদিকে ব্যস্তবহুল জীবন। বছর তেরোর মেয়েটাকে এখনও বুঝে উঠতে পারে না সে। কীভাবে দীর্ঘদিনের চাপা আবেগ, বাবা-মেয়েকে কাছাকাছি আনে সেই গল্পই ফুটে উঠেছে পর্দায়। কমেডির মোড়কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়কে দর্শকের সামনে রেঁধে বেড়ে হাজির করেছেন পরিচালক।