Advertisement

Swatilekha Sengupta: স্বাতীলেখার প্রয়াণে শোকজ্ঞাপন মমতার

বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত-র (Swatilekha Sengupta) প্রয়াণে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ১৬ জুন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা মঞ্চ তথা সিনেমার দাপুটে এই অভিনেত্রী। গত মাসেই একাত্তর পূর্ণ করেছিলেন স্বাতীলেখা। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় - স্বাতীলেখা সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2021,
  • अपडेटेड 4:22 PM IST
  • বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত-র (Swatilekha Sengupta) প্রয়াণে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত-র (Swatilekha Sengupta) প্রয়াণে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ১৬ জুন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা মঞ্চ তথা সিনেমার দাপুটে এই অভিনেত্রী। গত মাসেই একাত্তর পূর্ণ করেছিলেন স্বাতীলেখা। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন।

 

শোকবার্তায় মমতা লেখেন:

পশ্চিমবঙ্গ সরকার 
তথ্য ও সংস্কৃতি বিভাগ 
নবান্ন 
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড 
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যা: ৭৩/আইসিএ/এনবি
তারিখ: ১৬/০৬/২০২১

মুখ্যমন্ত্রীর শোকবার্তা 

বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি আজ কলকাতায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। 

থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি।

তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।

তাঁর  প্রয়াণে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল।

আমি স্বাতীলেখা সেনগুপ্তের স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্তসহ তাঁর  অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
                      
মমতা বন্দ্যোপাধ্যায়

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement