Advertisement

Dev- Manasi: হলের বাইরে দেব- ভক্তদের উন্মাদনা- হইচই! বিরক্ত মানসী ক্ষোভ উগড়ে বললেন...

Tollywood Films: ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। 'খাদান', 'সন্তান', 'চালচিত্র', '৫ স্বপ্নময় লেন'। এদিকে বহু প্রেক্ষাগৃহ এখনও দখল করে রেখেছে 'পুষ্পা ২'।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Dec 2024,
  • अपडेटेड 1:01 PM IST

দুর্গাপুজোর মতো বড়দিনেও একগুচ্ছ বাংলা ছবি মুক্তি, গত কয়েক বছরের ট্রেন্ড। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। 'খাদান', 'সন্তান', 'চালচিত্র', '৫ স্বপ্নময় লেন'। এদিকে বহু প্রেক্ষাগৃহ এখনও দখল করে রেখেছে 'পুষ্পা ২'। বলাই বাহুল্য হাড্ডাহাড্ডি টক্কর চলছে। তবে এর মধ্যে কিছুটা এগিয়ে রয়েছে 'খাদান'। এদিকে দেবের বিপুল সংখ্যক অনুগামীদের কথা সকলেরই জানা। তবে এবার সেই খেসারত দিতে হচ্ছে, নতুন এক পরিচালককে। এরকমই অভিযোগ তুললেন অভিনেত্রী- পরিচালক মানসী সিনহা। 

'শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত'। এই স্লোগান এখন প্রায় সকলেরই চেনা। দেব- প্রেমীদের মুখে প্রায়ই শোনা যায় এই স্লোগান। সুপারস্টার কোথাও যাচ্ছেন শুনলেই, তাঁর বিপুল সংখ্যক ফ্যানেরা সেখানে উপস্থিত হন। একটা সেলফি, অটোগ্রাফ, একবার তাঁকে ছোঁয়া কিংবা অন্তত একবার তাঁকে চোখের দেখা দেখতে উন্মাদনা দেখা যায় অনুগামীদের মধ্যে। রায়গঞ্জেই দেখা যাবে 'খাদান'-র প্রথম শো, রাত ২টোর সময়। প্রচার সারতে গিয়ে, এই কথা দিয়ে এসেছিলেন দেব। যেমন কথা, সেরকম কাজ। আর এই স্ট্র্যাটেজিতে রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন টলিউডের 'রাজার রাজা'।'খাদান'-র মধ্যরাতের শো হাউজফুল হয়। 

সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে দেব-প্রেমীদের উন্মাদনার নানা ভিডিও। সেখানেই কিছুটা বিরক্ত মানসী। ফেসবুকে একটি পোস্ট করে তিনি লেখেন, "না হয় আমাদের ছবির বেশি প্রেক্ষাগৃহ পাওয়ার যোগ্যতা নেই। না হয় আমাদের ‘ফ্যান ক্লাব’ নেই। না হয় আমাদের বাজনা বাজানোর মতো টাকা নেই, তাই বলে একটা মাত্র শো দর্শকদের ভালো করে দেখাবার অধিকারও কি নেই?"

তিনি আরও লেখেন, "আজকে স্টার থিয়েটারে মর্নিং শোয়ে শেষের একটু আগে পৌঁছে দেখি, ওরে বাবা কী আওয়াজ! ভক্তেরা নাচছেন। নিশ্চয় নাচবেন। পছন্দের নায়কের ছবি বলে কথা। তাই বলে, ভিতরে যে একটা অন্য ছবিও দেখানো হচ্ছে, তার কথা ভাববেন না? এ কেমন ব্যাপার? এটা খুব খারাপ লাগল। হল কর্তৃপক্ষ কী করতে পারেন, যদি আমরাই পরস্পরের কথা না ভাবি?" 

Advertisement

 

 

ঠিক কী ঘটেছিল? আসলে শুক্রবার, স্টার থিয়েটারে দুপুর বারোটা থেকে শো ছিল মানসীর ছবি '৫ স্বপ্নময় লেন'-র। তার এক ঘণ্টা পরেই এই প্রেক্ষাগৃহের অন্য একটি স্ক্রিনে ছিল ‘খাদান’-র শো। ছবি দেখতে আসা দর্শকেরা হইহই করেন। মানসীর অভিযোগ, বাইরের সেই শব্দ প্রেক্ষাগৃহের ভিতরেও নাকি পৌঁছয়। ফলে তাঁর ছবির দর্শকদের ছবি দেখতে অসুবিধা হয়।    

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement