Advertisement

Dev Koel In Khadaan 2: 'খাদান ২'-তে ফিরছে দেব ও কোয়েল জুটি? সঠিক উত্তর জানিয়ে দিলেন নায়িকা

Tollywood News: আজও তাঁদের ছবির গান সুপারহিট। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব অফস্ক্রিনে আজও অটুট। প্রায় ৮ বছর একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেননি। তবু এই জুটির জনপ্রিয়তা রয়েছে একই রকম।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 2:06 PM IST

উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি এভারগ্রিন। সেরকমই দেব- কোয়েল জুটিও দারুণ জনপ্রিয়। এক সময়ে 'পাগলু', 'পাগলু ২', 'মন মানে না', 'হিরোগিরি', 'রংবাজ'-র মতো একাধিক সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়েছেন দেব ও কোয়েল মল্লিক জুটিতে। আজও তাঁদের ছবির গান সুপারহিট। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব অফস্ক্রিনে আজও অটুট। প্রায় ৮ বছর একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেননি। তবু এই জুটির জনপ্রিয়তা রয়েছে একই রকম। সকলের মনে একটাই প্রশ্ন, কবে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের? 

এরই মধ্যে টলিপাড়ায় বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে নয়া গুঞ্জন। দেবের 'খাদান ২'-তে নাকি দেখা যাবে কোয়েলকে। সত্যিই কি তাই? নাকি এটা শুধুই জল্পনা মাত্র? সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েলকে এই প্রশ্ন করা হয়। নায়িকার উত্তরে রয়েছে ইতিবাচক ইঙ্গিত। কোয়েল বলেন, "বিষয়টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। কিছুটা না এগোলে বলা ঠিক হবে না। আমি এখনও চিত্রনাট্য পড়িনি। দেব আর আমার জুটি একটা সময়ে জনপ্রিয় ছিল। ভাল গল্প, স্ক্রিপ্ট পেলে নিশ্চয়ই এই জুটি ফিরবে।" 

দেব- কোয়েল ছাড়া, জিৎ- কোয়েল জুটিও অত্যন্ত জনপ্রিয়। এই জুটিকেও বহুদিন দেখা যায়নি। এই প্রসঙ্গে কোয়েল বলেন, "জিতের সঙ্গে এমনি কথা হয়। কিন্তু ছবি তো বললেই হয় না। তার জন্য ঠিকঠাক চিত্রনাট্য লাগবে।"   
 
ঠিক এক বছর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল 'খাদান'। বক্স অফিসে বিপুল লক্ষ্মীলাভ করে এই ছবি। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'খাদান'-র বিশ্বব্যাপী নেট কালেকশন- ৯.২৩ কোটি  এবং ভারতে নেট কালেকশন- ৮.২৪ কোটি। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায়, সুজিত দত্তর পরিচালনায় মুক্তি পায় এই ছবি।  

দেবের এই  ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই, দর্শকের মধ্যে কৌতূহলের পারদ চড়তে থাকে।  'খাদান'-র গল্পে উঠে আসে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, রাজনীতি সহ নানা বিষয়। সেই সঙ্গে পর্দায় ফুটে ওঠে শ্যাম মাহাতো ও মোহন দাসের বন্ধুত্ব। এক কথায় বলা যায়, কয়লা খনি অঞ্চলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'খাদান'।

Advertisement

'খাদান'-এ দেব ছাড়াও যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্তের মতো অভিনেতাদের দেখা গেছে। এই ছবি থেকেই টলিউড পায় আরও এক নতুন জুটি 'দেবিকা'। দেব ইধিকা পালের জুটি এই সময়ে দারুণ জনপ্রিয়। 'খাদান'-র ক্লাইম্যাক্সেই ছিল পরের পার্ট আসার ইঙ্গিত। দেব নিজেও জানিয়েছেন 'খাদান ২' আসবে। এবার তাঁর বিপরীতে কোয়েল না অন্য কেউ থাকে, সেটাই এখন দেখার। 

 

Read more!
Advertisement
Advertisement