তিনি টলিউডের অন্যতম সুপারস্টার। সেই সঙ্গে এই মুহূর্তের প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। আবার পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ। তবুও তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। তবে পরিবারের জন্যেও ব্যস্ততার মধ্যেও সময় বের করেন।
ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাটিয়ে ফেলেছেন। টলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জার্নিটা সহজ ছিল না। প্রত্যাখ্যান পেয়েছেন বহুবার। কটূক্তিও কম শুনতে হয়নি। এমনকী প্রশ্ন উঠেছে তাঁর কথা বলার ভঙ্গী, উচ্চারণ, অভিনয় দক্ষতা নিয়েও। তবু হার মানেননি। উল্টে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ট্রোলারদের দিকেই। আজ সেই নিন্দুকদের অনেকের মুখে শোনা যায়, 'শিরায় শিরায় রক্ত, দেবদা'র ভক্ত'। কথা হচ্ছে দেবকে (Dev) নিয়ে। এই মুহূর্তে তিনি টলিউডের মেগাস্টার। সাফল্যের শিখরে উঠে, পুরনো স্মৃতিচারণ করলেন টলিউডেত 'রাজার রাজা'।
দেবের আবেগঘন পোস্ট
সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন দেব। প্রথম পোর্টফোলিও শ্যুটের ছবি শেয়ার করে মনের কথা ভাগ করে নিয়েছেন। দেব লিখেছেন, "আমার প্রথম পোর্টফোলিও শ্যুট থেকে শুরু করে এখন 'রঘু ডাকাত'-র মেগা ট্রেলার লঞ্চে এই অবিশ্বাস্য যাত্রার ২০ বছর উদযাপন করা - কী অসাধারণ জার্নি ছিল! প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি মুহূর্ত এই মাইলফলকে পৌঁছেছে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার...।"
দেব কি পিছনে ফিরে তাকান দেব?
এর আগে আজতক বাংলা-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মনের কথা অকপটে শেয়ার করেছিলেন দেব। সাফল্যের শিখরে উঠে, কি পিছনে ফিরে তাকান দেব? অভিনেতা- প্রযোজক তথা সাংসদ বলেন, "সবার সব প্রশ্নের উত্তর হল আমার কাজ। যখন কারও কাজ কথা বলে, তখন মাইক নিয়ে কিছু বলার প্রয়োজন হয় না। আমি বিশ্বাস করি এখনও আমার বয়স আছে, বিশ্বাসযোগ্যতা আছে যে, আমার কাজ দিয়েই আমি উত্তর দিতে পারি। আমি কাউকে উত্তর দেওয়ার জন্যে বা বোঝানোর জন্য ছবি করি না। ছবি করি কারণ, এটা করতে আমার ভাল লাগে। আমি ভালোবাসি ছবি করতে।"
সেসময় দেব আরও যোগ করেন, "যে ধরণের চরিত্রগুলো আমি করতে ভালোবাসি, সেগুলোই করছি। কোনওটা রিপিট করছি না। চাইলেই 'প্রজাপতি' বা 'টনিক'-র গল্প আবারও আনতে পারতাম। কিন্তু সেটা করিনি। আমি দেখবো আমার দর্শকের কীভাবে মনোরঞ্জন হচ্ছে। তার মানে আমার কাজই আমার সবচেয়ে বড় জবাব। সেটাই হওয়া উচিত যে কোনও শিল্পী বা মানুষের ক্ষেত্রে।"
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ছেলে দেবর অভিনয় জগতে পা রাখা ২০০৬ সালে, 'অগ্নিশপথ' ছবির মাধ্যমে। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর এক বছর পরে 'আই লভ ইউ' ছবি থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন তিনি। এরপর একের পর এক হিট, সুপারহিট, বক্সঅফিস কাঁপানো ছবি। ২০২৫-র পুজোয় 'রঘু ডাকাত' রূপে সামনে আসবেন মেগাস্টার। এই মুহূর্তে তিনি ব্যস্ত ছবির প্রচার নিয়ে।