Advertisement

Dev- Kanchan Gossips: 'কম্পিটিশন বাড়াচ্ছেন, আমার খুব হিংসে হয়...', প্রকাশ্যে কাঞ্চনকে বললেন দেব

Tollywood Gossips: দেব ও কাঞ্চন, দু'জনেই একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। একজন তৃণমূল- কংগ্রেসের সাংসদ, অন্যজন বিধায়ক। এজন্যেই গত নির্বাচনের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্যা হওয়ার পর, কাঞ্চনের পাশে দাঁড়িয়েছিলেন দেব।

দেব- কাঞ্চন মল্লিক (ছবি: ফেসবুক)দেব- কাঞ্চন মল্লিক (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 4:35 PM IST

শিরোনামে থাকেন কাঞ্চন মল্লিক। ব্যক্তিগত থেকে কর্মজীবন, সব কিছু নিয়েই চর্চায় থাকেন অভিনেতা- বিধায়ক। গত লোকসভা নির্বাচনের প্রচার ময়দানে দেবের সঙ্গে কাঞ্চনের সুসম্পর্ক সকলের নজর কেড়েছিল। এবার ফের দু'জনের রসায়ন আলোচনায়। তবে প্রকাশ্যে কাঞ্চনকে হিংসা করার কথা বললেন দেব। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও। ব্যাপারটা কী? 

দেব ও কাঞ্চন, দু'জনেই একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। একজন তৃণমূল- কংগ্রেসের সাংসদ, অন্যজন বিধায়ক। এজন্যেই গত নির্বাচনের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্যা হওয়ার পর, কাঞ্চনের পাশে দাঁড়িয়েছিলেন দেব। এবার একই মঞ্চে দাঁড়িয়ে কাঞ্চনের উদ্দেশ্যে দেব বললেন, "আপনার এই জীবনটা দেখে আমার খুব হিংসে হয়।" যদিও এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডসের মঞ্চে দেখা গেল দুই অভিনেতাকে। 

আসলে মজা করেই কাঞ্চনকে এসব বলেছেন দেব। সাংসদ- অভিনেতা বলেন,  "আপনি আমাদের এত টেনশনে রেখেছেন, বিয়ে করার আগে আপনাকে দেখতে হয়, ভ্যালেন্টাইনস ডে-তে আপনি কী করছেন? সেটা দেখতে হয়। হানিমুন কোথায় করতে গিয়েছেন? সেটা দেখতে হয়। দীঘা ঘুরতে গিয়েছেন সেটাও আমাকে দেখতে হয়েছে। কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কী করব? এত কম্পিটিশন বেড়ে যাচ্ছে, আপনার এই জীবনটা আমার খুব হিংসে হয়।" 

আরও পড়ুন

দেবের এই মন্তব্য শোনা মাত্রই রসিকতা করেই কাঞ্চন উত্তর দেন, "লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। কিন্তু কী করব বলুন, জায়গার মাল জায়গায় নেই, নিজ মাল হাতে ধরে দাঁড়িয়ে আছি দাদা…।" শুনে দেব আবার পাল্টা বলেন, "ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া খুললেই আপনাকে দেখা যায়...।" দুই অভিনেতার কাণ্ড দেখে হেসে খুন উপস্থিত সকলে। 

 

প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ, শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম ও পরে বিচ্ছেদ এবং সন্তানের জন্ম নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি। নেটমাধ্যমে তাঁকে প্রচুর কটাক্ষের শিকার হতে হয়। কাঞ্চন- শ্রীময়ী যে কোনও পোস্ট করা মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। প্রায়ই রোজই তাঁরা সংবাদ শিরোনামে থাকেন।        

Advertisement

প্রসঙ্গত, গত বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে সই- সাবুদ করে বিয়ে করেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সকলে চমকে যান। এরপর গত ২ মার্চ পরিবার- পরিজনের উপস্থিতিতে সাত পাকে বাঁধা বলেন টলিপাড়ার চর্চিত 'লাভ বার্ডস'। বিয়ের পরে মালদ্বীপে গিয়েছিলেন নব দম্পতি। তবে সেটা হানিমুন নয়, তাঁদের বেবিমুন ছিল। একথা নিজেই জানান শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের বয়স প্রায় ৫৪ বছর। অন্যদিকে এখনও ৩০-এর গণ্ডি পার করেননি শ্রীময়ী। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। 'বাবুসোনা' ধারাবাহিকের মাধ্যমে আলাপ তাঁদের। সেই সময় স্কুলে পড়তেন শ্রীময়ী। সেসময় কাঞ্চন টেলিভিশনের প্রতিষ্ঠিত অভিনেতা। শ্রীময়ীর থেকে প্রায় ২৭ বছরের বড় কাঞ্চন। একে-অপরকে ১২ বছর ধরে চেনেন।  


 

Read more!
Advertisement
Advertisement