Advertisement

Dev's Sister Deepali: 'জানিস আমি কার বোন...', দাদার প্রভাব খাটান দেবের বোন দীপালি?

Dev's Family: শত কর্ম ব্যস্ততার মধ্যেও, গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্রর সঙ্গে সময় কাটানো হোক, কিংবা পরিবারকে সময় দেওয়া, সবটাই দেব করেন ভাল ভাবে। শ্যুটিংয়েও বাবা, মা, বোনকে নিয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই দেখা যায় তাঁর পরিবারকে। 

দেব ও দীপালি (ছবি: ফেসবুক)দেব ও দীপালি (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Oct 2025,
  • अपडेटेड 3:26 PM IST

তিনি টলিউডের অন্যতম সুপারস্টার। সেই সঙ্গে এই মুহূর্তের প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। আবার পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ। তবুও তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। তবে পরিবারের জন্যেও ব্যস্ততার মধ্যেও সময় বের করেন। ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাটিয়ে ফেলেছেন। 

একটি প্রচলিত প্রবাদ 'যে রাঁধে সে চুলও বাঁধে...', সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে যদি ছেলেদের জন্যেও একই প্রবাদ ব্যবহার করা যেত, তাহলে তা দেবের জন্যেও প্রযোজ্য হত। কারণ শত কর্ম ব্যস্ততার মধ্যেও, গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্রর সঙ্গে সময় কাটানো হোক, কিংবা পরিবারকে সময় দেওয়া, সবটাই দেব করেন ভাল ভাবে। শ্যুটিংয়েও বাবা, মা, বোনকে নিয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই দেখা যায় তাঁর পরিবারকে। 

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার নায়কদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন- পরিবারের দিকে অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের তারকার ভাই- বোনেরা কী করেন, তাঁরাও কী অভিনয় পেশার সঙ্গে যুক্ত? সম্প্রতি দেবের বোন দীপালিকে সোশ্যাল মিডিয়ায় খুবই দেখা যায়। নেটিজেনদের অনেকেই তাঁকে নিয়ে নানা প্রশ্ন করেন।  

 

সম্প্রতি, 'রঘু ডাকাত'-র ট্রেলার লঞ্চ ও দেবের ইন্ডাস্ট্রিতে ২০ বছরপূর্তির অনুষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছিল মেগাস্টারের পরিবারকে। এমনকী হাজির ছিল তাঁর দুই পোষ্য। সেখানে দীপালিকে সঞ্চালক সৃজিত মুখোপাধ্যায় প্রশ্ন করেন, "কখনও কোনও দিন ঝগড়া- ঝামেলার সময় বলতে হয়েছে, জানিস আমার দাদা কে?" উত্তরে তারকার বোন বলেন, "আমি কোনও দিন এটা উইজ করতে চাই না। কারণ আমার জন্যে আমার দাদা হচ্ছে দীপক অধিকারী।" 

Advertisement

তিনি আরও বলেন, "একটা ঘটনা বলি, দাদার সঙ্গে যখন আমি প্রথমবার বিদেশে গিয়েছিলাম, কোয়েলদি ছিলেন সেই সময়। ওঁরা নাচের দৃশ্যের শ্যুটিং করছিল, আমি পাশে বসেছিলাম। ওখানে অনেক ফ্যানেরা এসে আমায় জিজ্ঞেস করেন, 'আপনি দেবদার বোন'? আমি তখন কী উত্তর দেবো জানি না। আমি তারপরে বললাম, না না। আমি আপনার মতোই অডিয়েন্স। শ্যুটিং দেখতে এসেছি।" 

 

প্রসঙ্গত, দীপালি বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন। টলিপাড়ার সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ কলকাতায় তাঁর একটি স্যালোঁ আছে। বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরে, বাবা-মা ও দাদার সঙ্গেই থাকেন তিনি। দেবের ছবির শ্যুটিং থেকে শুরু করে ট্রেলার লঞ্চ ইভেন্ট সেখানে দেখা যায় দিপালীকে। 

 

Read more!
Advertisement
Advertisement