Advertisement

Dev Subhashree Raj: 'ওঁকে এগিয়ে দিই, অন্ধের মতো সাপোর্ট করি...,' দেব- শুভশ্রীকে নিয়ে উন্মাদনা প্রসঙ্গে রাজ

Tollywood Gossips: সোমবারের পর থেকে সোস্যাল মিডিয়াতে চলছে 'দেশু' ঝড়। এদিনের ছোট ছোট ভিডিও, নাচ, মুহূর্ত নেটমাধ্যমে রীতিমতো ট্রেন্ডিং। এদিকে রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে নিয়ে একাধিক মিম ভাইরাল হয়েছে।

শুভশ্রী , রাজ , দেব (ছবি: ফেসবুক)শুভশ্রী , রাজ , দেব (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2025,
  • अपडेटेड 11:31 AM IST

"আমার সঙ্গে বন্ধুত্ব করবে?" মঞ্চে সকলের সামনে দেবকে বলছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উত্তরে দেব বলেন... অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে, সোমবার একসঙ্গে সামনে আসেন দেব- শুভশ্রী। সৌজন্যে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত  ছবি 'ধুমকেতু'। সোমবার দুপুরের পর থেকে হাজার- হাজার দেব- শুভশ্রী অনুগামীরা ভিড় জমাতে শুরু করেন সার্দান অ্যাভিনিউর রাস্তায়। এদিন নজরুল মঞ্চে ছিল 'ধুমকেতু'- র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। দুই তারকার ভক্তদের জন্য বড় প্রাপ্তি ছিল এদিন। প্রায় দীর্ঘ ১০ বছর পরে ফের একসঙ্গে জুটি। 

সোমবারের পর থেকে সোস্যাল মিডিয়াতে চলছে 'দেশু' (দেব- শুভশ্রী) ঝড়। এদিনের ছোট ছোট ভিডিও, নাচ, মুহূর্ত নেটমাধ্যমে রীতিমতো ট্রেন্ডিং। এদিকে দেব ও শুভশ্রীর বর্তমান পার্টনার- রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে নিয়ে একাধিক মিম ভাইরাল হয়েছে। উল্টো দিকে অনেকেই প্রশংসা করছেন এই দুই তারকার। নিজেদের 'বর্তমান'-কে বাংলা ছবির স্বার্থে 'প্রাক্তন'-র কাছাকাছি যেতে দেওয়ায় তাঁরা পেশাদারিত্ব দেখিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, তা চোখ এড়ায়নি অনেকের।

দর্শক- অনুগামীরা উদযাপন করছেন দেব- শুভশ্রীর জুটি একসঙ্গে ফেরাকে। এই ঘটনায় রাজের অনুভূতি কেমন? পরিচালক- প্রযোজক তথা বিধায়ক সংবাদমাধ্যমকে বলেন, "আমি সাপোর্ট করব না তো কে করবে? আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। বাংলা যে কোনও ছবিকেই আমি সাপোর্ট করি। কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, এতটা পরিশ্রম করতে হয় তার সঙ্গে অনেক স্টেক লেগে থাকে। আমি চাই সব বাংলা সিনেমা, আসলে সব সিনেমাই, যে কোনও সৃজনশীল কাজ সফল হোক। বিশেষ করে বাংলা সিনেমার কথা বলতে পারি, যেহেতু আমি বাংলা সিনেমা বানাই।" 

আরও পড়ুন

রাজ আরও বলেন,  "ধুমকেতু-র ব্যাপারে বলতে পারি, এটি কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রোজেক্ট। কৌশিকদা তখন থেকে বলত, এই ছবিটা মুক্তি পাওয়া দরকার। আমি একটু অন্যভাবে বানিয়েছি। তার সঙ্গে দেব- শুভশ্রীর জুটি রয়েছে। এখন যেহেতু সিনেমা দেখার প্রতি সবার একটা আগ্রহ আবার তৈরি হয়েছে সিনেমা হলে গিয়ে, হতে পারে এই ছবিটাই মোড় ঘুরিয়ে দিল বেশি করে।"

Advertisement

শুভশ্রী পতির কথায়, "আমি বেশি করে সাপোর্ট করব এই ছবিটাকে। আরও একটা কারণ তো আছেই সাপোর্ট করার। কারণ আবার বউ রয়েছে এখানে। আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি। অন্ধের মতো সাপোর্ট করি। ওকে এগিয়ে দিই। ভালোবাসি, এটা তো করতেই হবে।" 

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে গাঁটছড়া বেঁধেছিলেন 'রাজশ্রী'। বাওয়ালি রাজবাড়িতে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান। ২০২৩-র ৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেন শুভশ্রী। এবার তাঁদের পরিবারে আসে কন্যা সন্তান- ইয়ালিনি।   'মাম্মা লাভ' চার দেওয়ালের বাইরে সামাজিক মাধ্যমেও মাঝে মধ্যে নজর কাড়ে নেটিজেনদের। আসলে একে অপরকে 'মাম্মা' বলেই ডাকেন রাজ- শুভশ্রী। 


 

Read more!
Advertisement
Advertisement