এক সময় একের পর এক সুপারহিট ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন দু'জনে জুটিতে। এরপরই গভীর বন্ধুত্ব, প্রেম এবং বিচ্ছেদ। তারপর থেকে আর জুটি বাঁধেননি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত বছর বড়দিনে দুই 'প্রাক্তন'-র হাড্ডাহাড্ডি লড়াই হয়। একে অপরকে জোর টক্কর দেন দুই তারকা। একই দিনে মুক্তি পায় দেবের 'খাদান' ও শুভশ্রীর 'সন্তান'। যদিও শেষ পর্যন্ত 'চেকমেট' বলেন দেব। 'সন্তান' বেশ প্রশংসিত হলেও, বক্স অফিসে বিপুলভাবে সাফল্য পায় 'খাদান'। তবে টলিউডে শুরু হয়েছে বিরাট চর্চা। জল্পনা, অবশেষে মুক্তি পেতে চলেছে 'ধুমকেতু'।
২০১৫-র অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব- শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'ধুমকেতু'-র। মাঝে কেটে গেছে প্রায় এক দশক। সময়, পরিস্থিতি সবটাই পাল্টেছে। দুই অভিনেতার অনুগামীরা মাঝেই মধ্যেই ছবি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন সোশ্যাল মিডিয়ায়। প্রযোজক রানা সরকার মাঝে মধ্যেই সকলকে আশা দেন, ছবি নিয়ে নানা পোস্ট করে। সম্প্রতি সেরকমই কিছু পোস্টের পর থেকে স্টুডিওপাড়ায় জোর চর্চা হয়েছে এই ছবি নিয়ে।
দেবের অফিসে গিয়ে তাঁর সঙ্গে একটি ছবি লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রানা। ক্যাপশনে লেখেন, "এখন না হলে কখনও না..."। এই পোস্টের সঙ্গে তিনটি হ্যাশট্যাগ দিয়েছেন রানা। ধুমকেতু, দেব ও শুভশ্রী। যা দেখে ফের নতুন করে আশায় করছেন দেব- শুভশ্রী ভক্তরা। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। কোনও ব্যক্তির সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে লেখা আছে ১৬ মে মুক্তি পাবে...। যা দেখে অনেকেই ভাবছেন তাহলে হয়তো শেষমেশ ১৬ মে মুক্তি পাবে 'ধুমকেতু'। যদিও এই নিয়ে দেব বা শুভশ্রী কেউই মুখ খোলেননি।
'ধুমকেতু' ছবিতে শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। ছবির যাবতীয় কাজ আগেই শেষ। শুধু দেবের ডাবিং বাকি রয়েছে। যদিও বিভিন্ন কারণে সেই ছবি এখনও মুক্তি পায়নি। এদিকে দুই তারকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবির জন্য। গত বছরও এই বহু প্রতীক্ষিত ছবিটির মুক্তির জন্য রানা দর্শকের উদ্দেশ্যে বিশেষ শর্ত দিয়েছেন। ফেসবুক পোস্টে রানা লিখেছিলেন, "ধুমকেতু রিলিজ় হবে... ‘খাদান’ আর ‘সন্তান’, দুটো সিনেমাই হিট হলে। দেব এবং শুভশ্রী দু'জনকেই হিট করাতে হবে।" দুই ছবিই সফল। তাহলে কি এবার মুক্তি পাবে 'ধুমকেতু'?
ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যায়, 'ধুমকেতু-র শ্যুটিংয়ের পর দেবের সঙ্গে রানা সরকারের কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়। যার ফলে ছবিটি আর প্রেক্ষাগৃহ অবধি পৌঁছায়নি। এছাড়াও, ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হলেও, ছবি মুক্তি না-পাওয়ার কারণে তা নিয়েও যে জটিলতা তৈরি হয়, যা এখনও মেটেনি। সংবাদমাধ্যমকে রানা বলেন, দেবের সঙ্গে তাঁর এই নিয়ে অনেক বার কথা হয়েছে এবং অভিনেতা ছবিটার মুক্তি নিয়ে আশাবাদী। প্রযোজক জানান, দু'পক্ষ চাইলেই সমস্যা মিটে যাবে।
দেবের সঙ্গে রানার ছবি দেখে অনেকে মনে করছেন রানা প্রযোজিত ‘ধুমকেতু’ ছবিটি নিয়ে জটিলতা কাটতেই দু'জনের বৈঠক। আবার অন্য পক্ষের মত, প্রযোজকের সঙ্গে নতুন কোনও কাজ নিয়ে আলোচনা করতেই দেবের বৈঠক। তবে আসলে কী ঘটতে চলেছে, তা সময়ই বলবে।
বিনোদন জগতের শিল্পীদের সম্পর্ক ভাঙা বা গড়ার জন্য তাঁরা প্রায়ই শিরোনামে থাকেন। যার মধ্যে বহু জুটির ব্রেকআপ বা ডিভোর্স নিয়ে চর্চা চলে দীর্ঘদিন ধরে। এরকমই এক জুটি হল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই দুই তারকার ফ্যানেদের সংখ্যা বিপুল। এই টলিউড জুটির ব্রেকআপে পরে মন ভেঙেছিল বহু ফ্যানেদের। নিজেদের সম্পর্কে কখনও সিলমোহর দেননই দুই তারকা। এমনকী সম্পর্কে থাকাকালীন 'ভাল বন্ধু' বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করায়, এই উত্তরই দিতেন দু'জনেই। যদিও তাঁদের ব্রেকআপের হওয়ার পরে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের ওকজন মানুষ। শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি কনখ আশা করেননি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গেছে, দেবের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর তিনি নাকি অনেকটা পরিণত হয়েছেন। যদিও ঠিক কী কী কারণে তাঁদের ব্রেকআপ হয়, তা কখনও প্রকাশ্যে আসেনি। তবে নায়িকার বিভিন্ন কাছের সূত্র মারফত শোনা যায়, দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয় গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই। 'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। এখন দেখার সত্যি সত্যি 'ধূমকেতু' মুক্তি পায় কি না।