Advertisement

Dev- Subhashree Movie: জোর টক্কর দেব- শুভশ্রীর! 'খাদান'- 'সন্তান' সফল হলে জট কাটবে 'ধুমকেতু'-র? জানালেন প্রযোজক

Dev- Subhashree's Movie: এবছর বড়দিনে দুই 'প্রাক্তন'-র হাড্ডাহাড্ডি লড়াই। একে অপরকে জোর টক্কর দিচ্ছেন দুই তারকা। আসলে একই দিনে মুক্তি পেয়েছে দেবের 'খাদান' ও শুভশ্রীর 'সন্তান'। যদিও শেষ পর্যন্ত কে বলবেন 'চেকমেট', তা সময়ই বলবে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Dec 2024,
  • अपडेटेड 6:25 PM IST

এক সময় একের পর এক সুপারহিট ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন দু'জনে জুটিতে। এরপরই গভীর বন্ধুত্ব, প্রেম এবং বিচ্ছেদ। তারপর থেকে আর জুটি বাঁধেননি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবছর বড়দিনে দুই 'প্রাক্তন'-র হাড্ডাহাড্ডি লড়াই। একে অপরকে জোর টক্কর দিচ্ছেন দুই তারকা। আসলে একই দিনে মুক্তি পেয়েছে দেবের 'খাদান' ও শুভশ্রীর 'সন্তান'। যদিও শেষ পর্যন্ত কে বলবেন 'চেকমেট', তা সময়ই বলবে। তবে দেব- শুভশ্রীর অনুগামীদের জন্য সুখবর। ফের পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে তাঁদের।

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'ধুমকেতু' ছবিতে শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। ছবির শ্যুটিং হয়েছিল ২০১৬ সালে। যাবতীয় কাজ আগেই শেষ হয়। শুধু দেবের ডাবিং বাকি রয়েছে। যদিও বিভিন্ন কারণে সেই ছবি এখনও মুক্তি পায়নি। এদিকে দুই তারকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন  ছবির জন্য। এবার কিছুটা আশার খবর শোনালেন, 'ধুমকেতু'-র প্রযোজক রানা সরকার। যদিও এই বহু প্রতীক্ষিত ছবিটির মুক্তির জন্য তিনি দর্শকের উদ্দেশ্যে বিশেষ শর্তও দিয়েছেন। ফেসবুক পোস্টে রানা লেখেন, "ধুমকেতু রিলিজ় হবে... ‘খাদান’ আর ‘সন্তান’, দুটো সিনেমাই হিট হলে। দেব এবং শুভশ্রী দু'জনকেই হিট করাতে হবে।" 

ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যায়, 'ধুমকেতু-র শ্যুটিংয়ের পর দেবের সঙ্গে রানা সরকারের কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়। যার ফলে ছবিটি আর প্রেক্ষাগৃহ অবধি পৌঁছায়নি। এছাড়াও, ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হলেও, ছবি মুক্তি না-পাওয়ার কারণে তা নিয়েও যে জটিলতা তৈরি হয়, যা এখনও মেটেনি। সংবাদমাধ্যমকে রানা বলেন, দেবের সঙ্গে তাঁর এই নিয়ে অনেক বার কথা হয়েছে এবং অভিনেতা ছবিটার মুক্তি নিয়ে আশাবাদী। প্রযোজক জানান, দু'পক্ষ চাইলেই সমস্যা মিটে যাবে। 

আরও পড়ুন

  
বিনোদন জগতের শিল্পীদের সম্পর্ক ভাঙা বা গড়ার জন্য তাঁরা প্রায়ই শিরোনামে থাকেন। যার মধ্যে বহু জুটির ব্রেকআপ বা ডিভোর্স নিয়ে চর্চা চলে দীর্ঘদিন ধরে। এরকমই এক জুটি হল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই দুই তারকার ফ্যানেদের সংখ্যা বিপুল। এই টলিউড জুটির ব্রেকআপে পরে মন ভেঙেছিল বহু ফ্যানেদের। নিজেদের সম্পর্কে কখনও সিলমোহর দেননই দুই তারকা। এমনকী সম্পর্কে থাকাকালীন  'ভাল বন্ধু' বলেই নিজেদের পরিচয় দিতেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারেও এই নিয়ে প্রশ্ন করায়, এই উত্তরই দিতেন দু'জনেই। যদিও তাঁদের ব্রেকআপের হওয়ার পরে সবটা  জলের মতো পরিষ্কার হয়ে যায়। বহু সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার বলেন যে, শুভশ্রী তাঁর জীবনের অত্যন্ত কাছের ওকজন মানুষ।  শুধু তাই নয়, বাস্তবে তাঁর জীবনের প্রেম কাহিনির এরকম পরিণতি তিনি কনখ আশা করেননি। 

Advertisement

শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গেছে, দেবের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর তিনি নাকি অনেকটা পরিণত হয়েছেন। যদিও ঠিক কী কী কারণে তাঁদের ব্রেকআপ হয়, তা কখনও প্রকাশ্যে আসেনি। তবে নায়িকার বিভিন্ন কাছের সূত্র মারফত শোনা যায়, দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে।  
 
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয়  গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই।  'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। এখন দেখার সত্যি সত্যি 'ধূমকেতু' মুক্তি পায় কি না। 


 

Read more!
Advertisement
Advertisement