Advertisement

Dev VS Subhashree: বড়দিনে এক সঙ্গে ছবি রিলিজ! দেবের সঙ্গে জোরদার টক্কর শুভশ্রীর, কার বাজিমাত?

Dev VS Subhashree: ছবি মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে। এমনকী, দুই তারকার মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। এবার বক্স অফিসেও জোরদার টক্কর হবে প্রাক্তন এই জুটির। 

দেব- শুভশ্রীদেব- শুভশ্রী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Dec 2025,
  • अपडेटेड 12:21 PM IST

চলছে উৎসবের মরসুম। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোর পর এসেছে বড়দিন। বছরের এই সময়টা ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। গত কয়েকবারের ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি। পুজোয় একসঙ্গে মুক্তি পেয়েছে একগুচ্ছ বাংলা ছবি। বড়দিনেও একই দৃশ্য। মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি তাবড় ছবি। সে তালিকায় রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও দেবও। অর্থাৎ বলা যায় বর্ষশেষে হাড্ডাহাড্ডি লড়াই হবে 'দেশু'-র মধ্যে। 

বেশ কিছু মাস ধরে শিরোনামে দেব- শুভশ্রী। নানা জট কেটে, 'ধূমকেতু' পেয়েছিল তাঁদের এই বহু প্রতীক্ষিত ছবি। ১৩ বছর পরে 'দেশু' জুটিকে ফের পর্দায় দেখার উন্মাদনা ছিল চরমে। ছবি মুক্তির আগেই রমরমিয়ে অগ্রিম টিকিট বুকিং হয়। এক কথায় বলা যায় সেসময় 'ধূমকেতু'-জ্বরে কাবু ছিল দর্শক। ছবি মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে। এমনকী, দুই তারকার মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। এবার বক্স অফিসেও জোরদার টক্কর হবে প্রাক্তন এই জুটির। 

 

প্রজাপতি ২

দেবের ছবি 'প্রজাপতি ২' আসছে এবছরের বড়দিনে। ইতিমধ্যে ছবির টিজার, ট্রেলার দারুণ সাড়া ফেলেছে। দর্শকদের মধ্যে বেশ উৎসাহ ও উত্তেজনা দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে জোর কদমে চলেছে প্রচার। 'টনিক', 'প্রজাপতি'-র সাফল্যের পর ফের একসঙ্গে দেব, অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরী। বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট ভেঞ্চারসের যৌথ প্রযোজনায় আসছে 'প্রজাপতি ২'।  

 

 

এই ছবিতে দেব, মিঠুন ছাড়াও রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার 'কিশোরী'- ইধিকা পালকে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীয়ের মতো শিল্পীদের। মানে - অভিমানে, সম্পর্কের টানে, তিন প্রজন্মের ভালোবাসার গল্প বলবে 'প্রজাপতি ২'। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।  মানে - অভিমানে, সম্পর্কের টানে, তিন প্রজন্মের ভালোবাসার গল্প বলবে 'প্রজাপতি ২'। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। 

Advertisement

লহ গৌরাঙ্গের নাম রে

দীর্ঘদিন ধরে আলোচনায় সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহো গৌরাঙ্গের নাম রে'। এই বড়দিনেই মুক্তি পাবে এই ছবিটি। কাস্টিং থেকে শুরু করে, চরিত্র লুক সামনে আসতেই দর্শকের মনে উৎসাহ বেড়েছে দ্বিগুণ। এমনকী ছবি গান, ট্রেলার বেশ জনপ্রিয় ইতিমধ্যে। এসভিএফ ও রানা সরকারের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে 'লহো গৌরাঙ্গের নাম রে'।  তিনটি সময়কাল জুড়ে তিনটি গল্প এক সূত্রে গেঁথেছেন পরিচালক। সেখানে কখনও চৈতন্য,কখনও নটী বিনোদিনী, আবার কখনও গিরিশ ঘোষের মতো চরিত্ররা আসবেন। বর্তমান সময়, নয়ের দশক এবং শ্রীচৈতন্যর সময়কাল থাকবে এছবিতে। আলাদা আলাদা সময়ের চরিত্ররা পরিস্থিতির নিরিখে কোথাও গিয়ে এক হয়ে যাবে। ছবির টাইমলাইনে অতীত- বর্তমান সব মিলেমিশে যাবে।   

 

 

এবার বিনোদিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এবং গিরিশ ঘোষের চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু। এছাড়াও নিত্যানন্দ প্রভুর চরিত্রে র‍য়েছেন যিশু সেনগুপ্ত। বাংলা সিরিয়ালের জনপ্রিয় দুই তারকা ডেবিউ করলেন সৃজিতের ছবিতে। 'লহো গৌরাঙ্গের নাম রে'-তে চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় রয়েছেন টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। অন্যদিকে চৈতন্যর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া রূপে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। বিভিন্ন সময়কালে দিব্যজ্যোতি ছাড়াও ছবিতে শ্রীচৈতন্যর লুকে দেখা যাবে শুভশ্রী ও ইন্দ্রনীলকে। সমসময়ের গল্পে থাকছেন ইশা ও ইন্দ্রনীল। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে এই ছবির নানা প্রচার ঝলক।

প্রসঙ্গত, গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী, দেবের ছবির মানেই সুপারহিট। সেই সঙ্গে 'প্রজাপতি' বক্স অফিসে বিপুল আয় করেছিল। অভিনেতা- প্রযোজকের 'মার্কেটিং মাইন্ড' ও প্রচার কৌশলের প্রশংসায় ইন্ডাস্ট্রির সকলে। অন্যদিকে ছবি হোক কিংবা ওয়েব সিরিজ, নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনে বারবার জায়গা করে নিচ্ছেন শুভশ্রী। যদিও একই সঙ্গে এই দুই বাংলা ছবির টক্কর হবে 'তু মেরি ম্যায় তেরা তু মেরি'-র সঙ্গে। এছাড়াও বহু প্রেক্ষাগৃহে এখনও চলেছে 'ধুরন্ধর' ও 'অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ'। এবার দেখার, শেষমেশ কে ছক্কা হাঁকায়।  

 

Read more!
Advertisement
Advertisement