Advertisement

Prabhat Roy: পরিচালক প্রভাত রায় অসুস্থ, ভর্তি হাসপাতালে, কী হয়েছে?

অসুস্থ পরিচালক প্রভাত রায়। কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। গত ৬ দিন ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন পরিচালক। পরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পরিচালককে।

হাসপাতালে ভর্তি পরিচালক প্রভাত রায়।হাসপাতালে ভর্তি পরিচালক প্রভাত রায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2024,
  • अपडेटेड 11:45 PM IST
  • অসুস্থ পরিচালক প্রভাত রায়।
  • আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পরিচালককে।
  • প্রভাতের অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর ভক্তরা। 

অসুস্থ পরিচালক প্রভাত রায়। কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। গত ৬ দিন ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন পরিচালক। পরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পরিচালককে।বুধবার রাতে পরিচালকের অসুস্থতার খবর সমাজমাধ্যমে জানান তাঁর আত্মজীবনীর সহলেখক এবং টলিপাড়ার প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য। 

কী হয়েছে পরিচালকের?

সমাজমাধ্যমে একতা লিখেছেন, 'আমার বাবি, প্রভাত রায় ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ৬ দিন ধরে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর কিডনির সমস্যা থাকায় ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছিল। চিকিৎসকের পরামর্শে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানন্তরিত করানো হয়েছে। সেখানেই তাঁর প্রথম কিডনি ডায়ালিসিস করা হয়েছে। এখন ভাল রয়েছেন তিনি। তাঁর আত্মজীবনী প্রকাশের তারিখের কোনও পরিবর্তন করা হয়নি।' আগামী ৭ মার্চ প্রভাতের জন্মদিন। সেদিনই তাঁর আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ প্রকাশ পাওয়ার কথা। ‘ক্ল্যাপস্টিক’-এর সহলেখক একতা। আত্মজীবনী প্রকাশের আগে প্রভাতের অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর ভক্তরা। 

গত বছরও পরিচালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে বার উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান পরিচালক। সেবার পরিচালককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। পরিচালক প্রভাতের বিখ্যাত ছবি 'লাঠি'-তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ভিক্টর। জাতীয় পুরস্কার পেয়েছিল এই ছবি। 

২০২২ সালে প্রভাতের স্ত্রী জয়শ্রী প্রয়াত হন। স্ত্রী-বিয়োগের পর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন পরিচালক। 

টলিপাড়ায় একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন পরিচালক প্রভাত। শুধু তাই নয়, প্রভাতের হাত ধরে বহু তারকাই রুপোলি পর্দায় পা রেখেছিলেন। যাঁদের মধ্যে অন্যতম টলি সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্ত। 'শ্বেত পাথরের থালা' ছবিতে ডেবিউ করেছিলেন ঋতুপর্ণা। পরবর্তী সময়ে প্রভাতের একাধিক ছবির নায়িকা হয়েছেন টলি ক্যুইন। এছাড়াও বহু সফল ছবির পরিচালক প্রভাত। 
 

Read more!
Advertisement
Advertisement