রানিমার ইমেজ ভেঙে নতুন জার্নি শুরু করেছেন দিতিপ্রিয়া রায়, প্রায় বছর তিনেক হল। ওটিটি -র পাশাপাশি জোর কদমে চলছে বড় পর্দার কাজ। একের পর এক গোল দিচ্ছেন দিতিপ্রিয়া। দোলযাত্রার দিন সকলকে চমকে দিয়ে মনের মানুষের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। আলো- আঁধারি ছবিতে মুখ স্পষ্ট বোঝা না গেলেও, জানা তিনিই টলি নায়িকার প্রেমিক। এই মুহূর্তে লং ডিসট্যান্স রিলেশনশিপে রয়েছেন অভিনেত্রী। তবে এর আগে ইন্ডাস্ট্রির বহুজনের সঙ্গে নাম জড়িয়েছে দিতিপ্রিয়ার। তবে এবার প্রাক্তন সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, জীবনের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন দিতিপ্রিয়া। তিনি বলেন, বিয়ে করতে হলে বর্তমান প্রেমিককেই করবেন, নয়তো করবেন না। তিনি আশাবাদী এই সিদ্ধান্তে তাঁরা দু'জনেই দৃঢ় থাকতে পারবেন। তবে বিয়ে করতে এখনও অনেক দেরি আছে, অন্তত ৫-৬ বছর। অভিনেত্রীর মুখে শোনা যায়, তাঁর পুরনো প্রেমের কথাও। অভিনেত্রী বলেন, "আমি বলব না এটাই আমার জীবনের প্রথম প্রেম। জীবনে হয়তো আরও অন্য কেউ এসেছিল। সেটা হয়তো আমার তরফ থেকে ছিল, ওই তরফ থেকে ছিল না। ওটা যে বাচ্চাবেলার প্রেম ছিল, সেটা কিন্তু না। প্রেমটা সিরিয়াস ছিল। কিছু গণ্ডগোল হয়, আমি খুব কষ্ট পেয়েছিলাম, খুব খারাপ একটা সময় কেটেছে।"
দিতিপ্রিয়ার আরও জানান, পুরনো প্রেমিক বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। বিচ্ছেদে পর, জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে তাঁর বেশ কিছু মাস সময় লেগেছিল। তাঁর কথায়, "আমি যেহেতু খুব প্রাইভেট পার্সন, আমি খুব একটা কিছুই লোকজনের সঙ্গে শেয়ার করতে পারি না। এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। প্রেম ছিল, চলে গেছে, তারপর হয়তো লোকজনকে বলেছি যে ছিল কিন্তু চলে গেছে।"
প্রসঙ্গত, এর আগে ছোটপর্দার বহু তারকার সঙ্গে নাম জড়িয়েছিল দিতিপ্রিয়ার। সে তালিকায় রয়েছেন বিশ্ববসু বিশ্বাস কিংবা আদৃত রায়ও। যদিও এই সমস্ত জল্পনাকে ভুয়ো বলেই উড়িয়েছেন তাঁরা। bangla.aajtak.in এর আগে দিতিপ্রিয়া রায় জানান, এই বছরই নতুন সম্পর্কে জড়ান তিনি। তবে তাঁর মনের মানুষ কোনও অভিনেতা বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কেউ নয়। এমনকী রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত নয়। ধীরে ধীরের প্রকাশ্যে আনছেন প্রেমিককে। তাঁর কথায়, "অনেকেই নামটা খুঁজছেন। কারণ ছবিতে সাইড ফেশে কিছু বোঝা যাচ্ছে না। তবে এখনই নাম বা পেশা না বলার অনেক কারণ আছে। জানলে, সবাই বুঝতে পারবে। তখনই গুগল করে সবটা বুঝবে। সবাই ওকে না চিনলেও, লোকজন চিনবে।"