বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। এবার সেই জল্পনাই সত্যি হল। এবার বড় পর্দার নায়িকা হতে চলেছেন ছোট পর্দার আরও এক নায়িকা। টলিউডে পা রাখতে চলেছেন টেলিভিশনের ফুলকি অর্থাৎ অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। ডেবিউ ছবিতেই বাজিমাত! সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করবেন দিব্যাণী। স্ক্রিন শেয়ার করবেন তাবড় অভিনেতাদের সঙ্গে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবী' প্রকাশের ১০০ বছর পূর্ণ হবে আগামী বছর ৩১ অগাস্ট। সেই স্বদেশপ্রেমের উপন্যাসের সময়কাল, পটভূমিকায় তৈরি হবে সৃজিতের আগামী ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র'। যৌথ প্রযোজনায় এসভিএফ এবং রানা সরকার। ছবির মুখ্য অভিনেতা টোটা রায়চৌধুরী, আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার। অনেক বছর পর সৃজিতের ছবিতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। এছাড়াও থাকছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচাৰ্যের মতো অভিনেতাদের।
এই ছবিতে নাম উঠে আসছে আরও এক অভিনেতার। গুঞ্জন, অনির্বাণ ভট্টাচাৰ্যকে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে অনির্বাণের বিষয়টি ফেডারেশনের বিবেচনাধীন। তাই, সংগঠন সবুজ সংকেত মিললেই অনুষ্ঠানিক ঘোষণা হবে। সব ঠিক থাকলে, এবছর নভেম্বর থেকে শ্যুটিং শুরুর ইচ্ছে আছে সৃজিতের। জানা যাচ্ছে, চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছে অভিনেতাদের। তাঁরা প্রস্তুতি শুরু করেছেন ইতিমধ্যেই।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাণী মণ্ডল। প্রথম মেগাতে কাজ করার পরই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ডেবিউ সিরিয়াল 'ফুলকি'-তে কাজ করেই রীতিমতি বাজিমাত করেছেন তিনি। টেলি নায়িকার ফ্যানেদের সংখ্যাও বিপুল। সে প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই।
'ফুলকি' ধারাবাহিকে বক্সার দিব্যানি। তবে বাস্তবেও খেলাধূলায় পারদর্শী তিনি। ক্য়ারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা তিনি। বাস্তবেও ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট পর্দার ফুলকি। ফলে পর্দায় মারপিটের দৃশ্যে অভিনয় করেন সাবলীলভাবে। ২০২৩ সালের জুন মাস থেকে শুরু হয়েছিল 'ফুলকি'। এই ধারাবাহিকে দিব্যাণী জুটি বাঁধেন অভিষেক বসুর সঙ্গে। রোহিত স্যার ও ফুলকির অনস্ক্রিন জুটি দর্শক দারুণ পছন্দ করে। বহু মাস টিআরপি-তে শীর্ষস্থানে ছিল এই মেগা।