Advertisement

Filmfare Awards Bangla 2021 Winners: অনির্বাণ, জয়া থেকে সৃজিত! দেখুন কার ঘরে এলো 'ব্ল্যাক লেডি'

Filmfare Awards Bangla 2021 Winners List: বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১। সেখানে উপস্থিত হয়েছিল কার্যত গোটা টলিপাড়া। 'হোলি ইভে' নাচে -গানে জমজমাট এক অনুষ্ঠানের সাক্ষী হল বাংলা ইন্ডাস্ট্রি।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২ (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Mar 2022,
  • अपडेटेड 5:50 PM IST
  • বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১।
  • উপস্থিত হয়েছিল কার্যত গোটা টলিপাড়া।
  • 'হোলি ইভে' নাচে -গানে জমজমাট এক অনুষ্ঠানের সাক্ষী হল বাংলা ইন্ডাস্ট্রি।

ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (Filmfare Awards)। বাংলায় এই স্বীকৃতি অনুষ্ঠানের বয়স অনেকটা কম হলেও, বলিউডের মতো টলিউডেও 'ব্ল্যাক লেডি' (Black Lady)-কে পাওয়ার আনন্দ-উৎসাহ দুটোই থাকে তুঙ্গে। 

বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২১ (Filmfare Awards Bangla 2021)। সেখানে উপস্থিত হয়েছিল কার্যত গোটা টলিপাড়া। 'হোলি ইভে' নাচে -গানে জমজমাট এক অনুষ্ঠানের সাক্ষী হল বাংলা ইন্ডাস্ট্রি। এক নজরে দেখে নিন কারা পেলেন সেরার সেরা অ্যাওয়ার্ডগুলি।   

 

 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২১-র বিজয়ী তালিকা  

* সেরা ছবি -  বঙ্কুবাবুর বন্ধু ও টনিক

* সেরা পরিচালক - অনিক দত্ত (বঙ্কুবাবুর বন্ধু)

* সেরা ছবি (সমালোচকদের বিচারে) - বিনিসুতোয় (অতনু ঘোষ)

* সেরা অভিনেতা- পরাণ বন্দ্যোপাধ্যায় (টনিক)

* সেরা অভিনেতা -  (সমালোচকদের বিচারে) - অনির্বাণ ভট্টাচার্য (দ্বিতীয় পুরুষ) ও  অর্জুন চক্রবর্তী (অভিযাত্রিক)

* সেরা অভিনেত্রী - জয়া আহসান (বিনি সুতোয়)

* সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে) - অর্পিতা চট্টোপাধ্যায় (অব্যক্ত)

* সেরা সহ-অভিনেতা - সমিউল আলম (ট্যাংরা ব্লুজ)

 

 

* সেরা সহ-অভিনেত্রী - অপরাজিতা আঢ্য (চিনি) 

* লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - রঞ্জিত মল্লিক

* সেরা মিউজিক অ্যালবাম - শান্তনু মৈত্র, অনুপম রায়, প্রসেনজিত মুখোপাধ্যায়, শিবব্রত বিশ্বাস (প্রেম টেম)

* সেরা আবহ সঙ্গীত - বিক্তম ঘোষ (অভিযাত্রিক) 

* সেরা লিরিক্স - নীলাঞ্জন চক্রবর্তী -বেহায়া (একান্নবর্তী)

Advertisement

* সেরা গায়ক - ইশান মিত্র- মায়ার কাঙাল (অল্প হলেও সত্যি)

* সেরা গায়িকা - লগ্নজিতা চক্রবর্তী- বেহায়া (একান্নবর্তী)

* সেরা গল্প - অর্জুন দত্ত (অব্যক্ত)

 

* সেরা চিত্রনাট্য - ধ্রুব বন্দ্যোপাধ্যায় (গোলন্দাজ) ও সৃজিত মুখোপাধ্যায় (দ্বিতীয় পুরুষ)

* সেরা সংলাপ -  অনীক দত্ত ও উৎসব মুখোপাধ্যায় (বরুণবাবুর বন্ধু)

* সেরা সম্পাদনা - সুজয় দত্ত রায় (বিনিসুতোয়)

* সেরা সিনেমাটোগ্রাফি - সুপ্রতিম ভোল (অভিযাত্রিক)

* সেরা কোরিওগ্রাফি - বাবা যাদব- মন আনমনে (ম্যাজিক)

* সেরা অভিনেত্রী (ডেবিউ) - ঐন্দ্রিলা সেন (ম্যাজিক)

* সেরা অভিনেতা (ডেবিউ) - কিঞ্জল নন্দ (হীরালাল)

* সেরা পরিচালক (ডেবিউ) - সুপ্রিয় সেন (ট্যাংরা ব্লুজ)

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement