Advertisement

ধর্মযুদ্ধের আগেই মুক্তি পাচ্ছে হাবজি গাবজি, জানালেন রাজ চক্রবর্তী

টিজার থেকে ট্রেলার সব আগেই মুক্তি পেয়েছিল। পোস্টার রিলিজ এবং প্রথা মেনে ছবি মুক্তির তারিখও ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty). কিন্তু শেষমেশ করোনার দাপটে মুক্তি পিছিয়ে দিতে হয় ধর্মযুদ্ধ-এর (dharmajuddha)। বহু প্রতীক্ষিত ছবিটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার দেবে তা এক প্রকার পরিষ্কার হয়ে যায় ট্রেলারেই। ছক ভাঙা ছবির জন্য অপেক্ষাতেও ছিলেন দর্শকরা।

রাজ চক্রবর্তীরাজ চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2022,
  • अपडेटेड 3:53 PM IST
  • পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রতীক্ষা আরও একটু দীর্ঘ হতে চলেছে তা পরিষ্কার করে দিলেন স্বয়ং পরিচালক রাজ চক্রবর্তী।
  • হাবজি গাবজি (Habji Gabji) আগে মুক্তি পাবে।

টিজার থেকে ট্রেলার সব আগেই মুক্তি পেয়েছিল। পোস্টার রিলিজ এবং প্রথা মেনে ছবি মুক্তির তারিখও ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty). কিন্তু শেষমেশ করোনার দাপটে মুক্তি পিছিয়ে দিতে হয় ধর্মযুদ্ধ-এর (dharmajuddha)। বহু প্রতীক্ষিত ছবিটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তার দেবে তা এক প্রকার পরিষ্কার হয়ে যায় ট্রেলারেই। ছক ভাঙা ছবির জন্য অপেক্ষাতেও ছিলেন দর্শকরা।

তবে মুক্তি দেওয়া যায়নি সঙ্গত কারণেই। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রতীক্ষা আরও একটু দীর্ঘ হতে চলেছে তা পরিষ্কার করে দিলেন স্বয়ং পরিচালক রাজ চক্রবর্তী। জানালেন, তাঁর অন্য একটি ছবি হাবজি গাবজি (Habji Gabji) আগে মুক্তি পাবে। তার পর সিনেমাহলে আসবে ধর্মযুদ্ধ। হাবজি গাবজি নিয়েও দর্শকদের যথেষ্ট উৎসাহ রয়েছে। কারণ এই ছবিটিও প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম। সবকিছু ঠিক থাকলে সেটি মুক্তি পাচ্ছে আগামী ৩ জুন। ধর্মযুদ্ধ মুক্তি পাবে ১২ অগাস্ট।

আরও পড়ুন

কিন্তু এমনটা হওয়ার কারণ কী? তা-ও পরিষ্কার করেছেন রাজ। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, হাবজি গাবজি মূলত শিশু-কিশোরদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাই জুন মাসে মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। কারণ সে সময় স্কুলে গরমের ছুটি থাকে। যাদের জন্য ছবিটি বানানো, তারা প্রাণভরে যাতে সিনেমাটি দেখতে পারে সে জন্যই এমন সিদ্ধান্ত।

অন্য দিকে ধর্মযুদ্ধের বিষয়টি একটু স্পর্শকাতর। সমসাময়িক ভারতের পরিস্থিতি বিবেচনা করে একটা অন্য রকম বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে ছবিতে। তাই স্বাধীনতা দিবসের ঠিক আগে ১২ অগাস্ট ছবি মুক্তির কথা ভাবা হয়েছে। এখন করোনাসুর বিদায় নিলেই সব কিছু স্বাভাবিক ভাবে দর্শকদের সামনে আসবে। অন্তত তেমনটাই নিশ্চয়ই প্রার্থনা করবেন সকলে।

 

Read more!
Advertisement
Advertisement