'মরবে মরো ছড়িয়ো না'। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'হেমলক সোসাইটি'-র এই সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। বক্স অফিসেও ভাল সাড়া ফেলেছিল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি। অনেকেই অপেক্ষায় ছিলেন কবে এই ছবির সিক্যুয়েল আসবে। এবার সেই অপেক্ষার অবসান। টলিপাড়ার খবর খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু করবেন 'ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়'- সৃজিত। তবে দ্বিতীয় পর্বের ছবিটির নাম হবে 'কিলবিল সোসাইটি'।
'হেমলক সোসাইটি'-র সিক্যুয়েল নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর আলোচনা হচ্ছে টলিপাড়ায়। বিভিন্ন ঝামেলার পরে নায়িকা নিয়ে বিভ্রাট দেখা দিয়েছিল। এবারও ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। তবে আগের ছবির নায়িকা কোয়েল মল্লিক সদ্য দ্বিতীয়বার মা হয়েছেন। তাই নতুন নায়িকার খোঁজ চলছিল। পরিচালক চাইছিলেন প্রথম সারির কোনও নায়িকাকে নিয়েই কাজটা করতে। সেই কথা মতো নাকি প্রথমে প্রস্তাব গিয়েছিল মিমি চক্রবর্তীর কাছে। তবে গুঞ্জন, শুরুতে নিমরাজি ছিলেন টলি নায়িকা। কিন্তু পরে ছবির একটি দৃশ্য নিয়ে আপত্তি থাকায় না করে দেন তিনি। মূলত চুম্বন দৃশ্যে অভিনয় করতে রাজি হননি টলিউডের 'দুষ্টু কোকিল'। এখন খবর, সৃজিতের এই ছবির এবারের নায়িকা হিসাবে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। ইতিমধ্যে নাকি তাঁর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন অপেক্ষা এবিষয়ে সিলমোহর আসার।
গত পুজোয় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'টেক্কা'। চলতি মাসেই মুক্তি পাবে তাঁর আরও একটি ছবি। প্রায় এক ডজন তাবড় অভিনেতাকে নিয়ে পরিচালকের এবারের ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'। অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা।
এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও একটি ছবি। নাম 'উইঙ্কল টুইঙ্কল'। একটি বিখ্যাত নাটক 'উইঙ্কল টুইঙ্কল' অবলম্বনে ছবি তৈরি করছেন সৃজিত। প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই কোর চর্চা শুরু হয়। ২০০২ সালে বাত্য বসুর লেখা নাটক 'উইঙ্কল টুইঙ্কল' মঞ্চস্থ করেন দেবেশ চট্টোপাধ্যায়। ১৯৭৬ সালে রাজনৈতিক বন্দি সব্যসাচী নামে এক চরিত্রের কথা আসে জনপ্রিয় নাটকটিতে। সম্প্রতি, নাটকটির স্বত্ব কিনেছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। নির্মাতাদের মতে, রাজনৈতিক নাটক হলেও ছবিটা অ্যাডাপ্টেশন। স্টুডিওপাড়ার গুঞ্জন, ছবিতে দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনসূয়া মজুমদার এবং অঙ্গনা রায়কে। সব ঠিক থাকলে, 'সত্যি বলে সত্যি কিছু নেই' মুক্তির পরেই এই ছবির শ্যুটিং শুরু হতে পারে।