Advertisement

Sreelekha Mitra: এই শর্ত মানলে শ্রীলেখার সঙ্গে ডেট পাকা!

বুধবার সকালে সঞ্জীব নামে এক ফ্যান তাঁকে প্রশ্ন করেন, শ্রীলেখার প্রতি তাঁর ভালোবাসা তিনি কী ভাবে ব্যক্ত করবেন? উত্তরে শ্রীলেখা বলেন, 'যদি তুমি সত্যিই আমায় ভালোবাসো তা হলে রাস্তার কুকুর-বেড়ালদের একটু দেখো। ওদের নিয়ে ভালোবেসে তুমি যদি ছবি দাও তা হলে আমি কফি ডেটে নিয়ে যাব, ডান।'

শ্রীলেখা মিত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2021,
  • अपडेटेड 4:39 PM IST
  • বুধবার জানালেন, তাঁর সঙ্গে ডেটে যেতে চাইলে কী করতে হবে।
  • সম্প্রতি ফ্যানদের জন্য নিজের ইন্সটা পেজে একটি ঘোষণা করেছিলেন শ্রীলেখা।
  • জানিয়েছিলেন, প্রতিদিন ফ্যানেদের একটা করে প্রশ্নের উত্তর দেবেন তিনি।

গত কাল মঙ্গলবার জানিয়েছিলেন ন্যাড়া একবারই বেলতলায় যায়। তিনিও একবারই বিয়ে করেছেন। আর ও পথে যাবেন না। শ্রীলেখা মিত্র-র (Sreelekha Mitra) এই ভিডিওতে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে চিরকালীন আসন পেতে বসে থাকা একজন যদি হঠাৎ করে কোনও বিশেষ একজনের হয়ে যান, তাতে বিড়ম্বনা বাড়ে বই কমে না। বুধবার জানালেন, তাঁর সঙ্গে ডেটে যেতে চাইলে কী করতে হবে।

সম্প্রতি ফ্যানদের জন্য নিজের ইন্সটা পেজে একটি ঘোষণা করেছিলেন শ্রীলেখা। ভিডিয়োর মাধ্যমে তিনি জানিয়েছিলেন, প্রতিদিন ফ্যানেদের একটা করে প্রশ্নের উত্তর দেবেন তিনি। আর সেই মতোই শুরু হয়ে গিয়েছে প্রশ্নবাণ! ইতিমধ্যে বহু প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীলেখা মিত্র। এক বিবাহিত ব্যক্তি, অভিনেত্রীর সঙ্গে 'ডেটে' যাওয়ার ইচ্ছে প্রকাশ করায়, তার জবাব এল, "তুমি, আমি আর তোমার বউ, তিনজনে মিলে ডেটে গেলে কেমন হয়?"  অভিনেত্রীর এই উত্তরে নেটিজেনরা প্রশংসায় তাঁর কমেন্ট বক্স ভরিয়েছেন। নির্ভীক ভাবে সৎ থাকার চাবিকাঠি থেকে শুরু করে পুরুষেরা কেন তাঁকে পছন্দ করেন, এই সব প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছেন শ্রীলেখা।

 

বুধবার সকালে সঞ্জীব নামে এক ফ্যান তাঁকে প্রশ্ন করেন, শ্রীলেখার প্রতি তাঁর ভালোবাসা তিনি কী ভাবে ব্যক্ত করবেন? উত্তরে শ্রীলেখা বলেন, 'যদি তুমি সত্যিই আমায় ভালোবাসো তা হলে রাস্তার কুকুর-বেড়ালদের একটু দেখো। ওদের নিয়ে ভালোবেসে তুমি যদি ছবি দাও তা হলে আমি কফি ডেটে নিয়ে যাব, ডান।'

শ্রীলেখার উত্তর পাওযার পর সঞ্জীবও ডান লিখে রিপ্লাই করেন ভিডিওতে। এটা অনেকেরই জানা, শ্রীলেখা একজন আদ্যোপান্ত পশুপ্রেমী। তিনি প্রতি দিন তাঁর বাড়ির আশপাশের পথ কুকুর এবং বেড়ালদের খাওয়ান। শরীর খারাপ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। এ নিয়ে বহুবার তাঁকে সমস্যার সম্মুখীনও হতে হয়েছে, তবে কোনও দিন পিছিয়ে আসেননি তিনি।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement