Advertisement

Indrani Haldar: দীর্ঘ সময় পর্দার আড়ালে, কেন লম্বা বিরতি নিয়েছেন ইন্দ্রাণী? অবশেষে মুখ খুললেন

Actress Indrani Halder: কিছু দিন আগে নেটমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ইন্দ্রাণী হালদারের মাচা শো করার এই ভিডিওটি চরম ভাইরাল হয়। ওজন কিছু বেড়েছে বলে বডি শেমিংয়ের শিকার হতে হয়। দর্শকের এত কাছের, তা সত্ত্বেও কেন ফিরছেন না অভিনয়ে?

ইন্দ্রাণী হালদার ইন্দ্রাণী হালদার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 6:48 PM IST

'শ্রীময়ী' শেষ হওয়ার পর থেকেই ছোট পর্দার দর্শকেরা মিস করছেন তাঁকে। মাঝে বড় পর্দায় দেখা মিললেও, রোজ টেলিভিশনের পর্দায় দেখার সাধ কি তাতে মেলে? বুঝতেই পারছেন, কথা হচ্ছে অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে নিয়ে। একবার খবর রটেছিল ফের 'পরমা' হয়ে সকলের সামনে আসবেন তিনি। তারপর শোনা যায়, আসছে না 'গোয়েন্দা গিন্নি'। মাঝে কেটে গেছে বেশ কিছু বছর। ছোট কিংবা বড় পর্দা থেকে দূরেই আছেন তিনি। 

কিছু দিন আগে নেটমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ইন্দ্রাণী হালদারের মাচা শো করার এই ভিডিওটি চরম ভাইরাল হয়। ওজন কিছু বেড়েছে বলে বডি শেমিংয়ের শিকার হতে হয়। দর্শকের এত কাছের, তা সত্ত্বেও কেন ফিরছেন না অভিনয়ে? সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, "মাঝের ক'টা বছরে অনেক চরিত্রের সুযোগ এসেছে। কিন্তু কোনওটাই করার মতো বলে আমার মনে হয়নি। বেশিরভাগ চরিত্রই প্রায় 'শ্রীময়ী'-র ধাঁচের। তাই আমি না করে দিয়েছি। সত্যি বলতে 'শ্রীময়ী' যে জনপ্রিয়তা, ভালোবাসা পেয়েছে সেই মান রাখতে হলে আমায় তেমনই কোনও ভাল চরিত্রে কাজ করতে হবে।" 

ইন্দ্রাণী যোগ করেন, "এখন খুব অল্প দিনেই শেষ হয়েছে ধারাবাহিকগুলো। আমাদের কাহিনি সম্প্রচারিত হয়েছিল প্রায় আড়াই বছর ধরে। এমনকী এখনকার কাহিনিও আমার খুব একটা পছন্দ হচ্ছে না। বহু বছর কাজ করছি। তেমন কাজ না হলে করতে চাই না। তার চেয়ে বরং বাইরে ঘুরতে যাব। লন্ডন, প্যারিস ঘুরে বেড়াব তা-ও ভাল।" 

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২২ সালে 'কুলের আচার' ছবিতে ইন্দ্রাণী হালদারকে শেষবার দেখা গিয়েছিল।  তবে নতুন রূপে দর্শকদের জন্য কবে তিনি কোন চমক নিয়ে আসেন এবং সেটা সকলের কতটা পছন্দ হয়, তা সময়ই বলবে।          


 

Read more!
Advertisement
Advertisement