Advertisement

Jeet- Boomerang: উড়ন্ত সুপারবাইকে জিৎ! 'বুমেরাং'-র প্রথম লুক সামনে আসতেই ইদে হৈচৈ নেটপাড়ায়

Jeet New Movie: আজ (১১ এপ্রিল) খুশির ইদ। এই উৎসবে অনেকেরই আশা করে থাকেন,  জিতের ছবি মুক্তি পাবে। সেই আশা পূরণ হয়নি এবার। তবে সুখবর দিলেন অভিনেতা। প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি 'বুমেরাং'-র প্রথম লুক।

জিৎ (ছবি: ফেসবুক)জিৎ (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Apr 2024,
  • अपडेटेड 1:16 PM IST

যে কোনও বড় উৎসব মানেই খাওয়া-দাওয়া, আড্ডা, ঘুরতে যাওয়ার পাশাপাশি সিনেমা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাঙালির কাছে। আজ (১১ এপ্রিল) খুশির ইদ। এই উৎসবে অনেকেরই আশা করে থাকেন,  জিতের ছবি মুক্তি পাবে। সেই আশা পূরণ হয়নি এবার। তবে সুখবর দিলেন অভিনেতা। প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি 'বুমেরাং'-র প্রথম লুক। যা ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। 

সৌভিক কুন্ডু পরিচালিত বহু প্রতীক্ষিত সাই-ফাই কমেডি ছবি 'বুমেরাং'-র প্রথম লুক প্রকাশ্যে এসেছে। উড়ন্ত সুপারবাইকে চেপেছেন জিৎ। পোস্টারের নেপথ্যে রয়েছে কলকাতা শহর। 'বুমেরাং'-এ দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে। যদিও টেলি নায়িকার বিপরীতে জিৎ নয়, থাকছেন সত্যম রায়চৌধুরী। এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। 

 

আরও পড়ুন

জিৎ, রুক্মিণী, দেবচন্দ্রিমা ছাড়াও এই ছবিতে দেখা যাবে সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত সহ আরও অনেকে৷ জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে, জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে। আগে কথা ছিল ১০ মে মুক্তি পাবে 'বুমেরাং'। তবে নির্বাচনের জন্য ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় করা হল ৭ জুন। 

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর মুক্তি পেয়েছে জিতের ছবি 'মানুষ'। বাংলা ও হিন্দি দুই ভাষায় মুক্তি পেয়েছে এই অ্যাকশনধর্মী ছবি। বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই ছবিতে জিৎ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জিতু কমল, বিদ্যা সিনহা সাহা মিম, অয়ন্যা চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। 
 

Read more!
Advertisement
Advertisement