Advertisement

Jisshu- Nilanjana- Shinal Gossips: টলিউডে যিশুর বাবা হওয়ার গুঞ্জন, নীলাঞ্জনার সঙ্গে কেন বিচ্ছেদ-সত্যিই কি অন্তঃসত্ত্বা শিনাল?

Tollywood Gossips: এর আগে সকলের মনে একটাই প্রশ্ন ছিল। কে সেই ব্যক্তি, যার জন্য যিশু- নীলাঞ্জনার সাজানো সংসারে চির ধরল? সেই উত্তরও সামনে এসেছে। তবে বুধবার সকাল থেকে অন্য খবর শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। অন্তঃসত্ত্বা যিশুর প্রেমিকা?    

যিশু - নীলাঞ্জনা যিশু - নীলাঞ্জনা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Sep 2024,
  • अपडेटेड 6:45 PM IST

টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। কিছুদিন আগেই টেলিপাড়ায় হঠাৎ  শোনা যায়, আরও এক তারকা জুটির আলাদা থাকার কথা। জানা যায়, দীর্ঘ ২০ বছরের সম্পর্কে ফাটল ধরেছে যিশু সেনগুপ্ত  ও নীলাঞ্জনা সেনগুপ্তর। এই খবর প্রকাশ্যে আসার পরে, হতবাক সকলে। এই খবর সামনে আসার পর থেকেই সকলের মনে একটাই প্রশ্ন ছিল। কে সেই ব্যক্তি, যার জন্য যিশু- নীলাঞ্জনার সাজানো সংসারে চির ধরল? সেই উত্তরও সামনে এসেছে। তবে বুধবার সকাল থেকে অন্য খবর শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। অন্তঃসত্ত্বা যিশুর প্রেমিকা?     

কলকাতার বাইরে কাজ করতে করতে নতুন সম্পর্কে জড়িয়েছেন যিশু। সেই নতুন প্রেমিকা কোনও অভিনেত্রী নন। নিজের আপ্ত সহায়ক- শিনাল সুর্তির সঙ্গেই প্রেম করছেন যিশু। শুধু প্রেম নয়, স্টুডিও পাড়ার খবর, গুজরাতের এই কন্যার সঙ্গে নাকি মায়ানগরীতে এক প্রকার সংসার পেতেছেন অভিনেতা। অর্থাৎ মুম্বইতে সহবাস করছেন যিশু- শিনাল। কর্মসূত্রে, প্রায় ৫ বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনিই। যদিও এই বিষয়টি দু'জনের কেউই নিশ্চিত করেননি। তবে এই সম্পর্কের বিষয় অভিনেতা স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত টের পেতেই, সংসার ভাঙে তাঁদের। এমনকী দুই মেয়ের সঙ্গেও সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে যিশুর। সরাসরি এবিষয় মুখ না খুললেও, সামাজিক মাধ্যমে তাঁর করা না না পোস্ট সেই ইঙ্গিতই দেয়। 

বুধবার টলিপাড়ায় ছড়িয়ে পরে নতুন গুঞ্জন। মা হতে চলেছ যিশুর সহবাস সঙ্গী শিনাল! এই খবর ছড়িয়ে পড়তেই সরগরম স্টুডিও পাড়া। তবে পড়ে শোনা যায় যিশু বাবা হতে চলেছেন, এই গুঞ্জন নাকি ভুয়ো। উল্টে শোনা যাচ্ছে, নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে এবং দীর্ঘদিন ধরে সেই আচরণ সহ্য করতে করতে, ক্রমশ মন বিষিয়ে উঠছিল যিশু। ধীরে ধীরে তিনি দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনার থেকে। দাম্পত্য কলহই নাকি এই বিচ্ছেদের কারণ।  

Advertisement

আরও পড়ুন

বিচ্ছেদ, পরকীয়া, এসব নিয়ে এখন অবধি মুখ খোলেননি যিশু। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে, সারা ও জারা- দুই মেয়ের মুখের দিকে তাকিয়েই নাকি যিশু নীরব এবং এখনও আত্মপক্ষ সমর্থনে মুখ খোলেননি। আরও খবর, ভবিষ্যতের কথা ভেবে, নিজের প্রযোজনা সংস্থা-সহ যাবতীয় সম্পত্তি নাকি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন যিশু। 

প্রসঙ্গত, ২০০৪ সালের ৪ মার্চ গাঁটছড়া বাঁধেন যিশু- নীলাঞ্জনা। বিয়ের আগে প্রায় বছর তিনেক প্রেম করেছেন। ২০০১ সালে 'হিপ হিপ হুররে' হিন্দি ধারাবাহিকে অভিনয় করতেন নীলাঞ্জনা। শোনা যায়, মুম্বইয়ে কাজ করার সময় থেকেই প্রেম দু'জনের। বর্তমানে দুই মেয়ে- সারা ও জারাকে নিয়ে যিশু- নীলাঞ্জনার সংসার। জীবনের নানা ওঠানামার সাক্ষী থেকেছেন দু'জনে। লেক গার্ডেসের বাড়িতে বড় করে গণেশ পুজো থেকে বালিগঞ্জের জনপ্রিয় ক্লাবের দুর্গাপুজোর আয়োজন, সবটা এতদিন করেছেন দু'জনে মিলেই। এখন তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কী, তা সময়ই বলবে।  
 

 

Read more!
Advertisement
Advertisement