Advertisement

Jyotirmoyee Kundu Shakib Khan: দেবের পরে এবার শাকিবের নায়িকা জ্যোতির্ময়ী! ঢালিউড না টলিউডের নতুন জুটি?

Tollywood Gossips: বর্তমান সময়ে,দেব তার সব ছবিতে নতুনদের সুযোগ দিচ্ছেন। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পালদের পরে দেবের পরের ছবির নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে।

শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু (ছবি: ইনস্টাগ্রাম) শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 1:21 PM IST

ছোট পর্দা থেকে বড় পর্দার নায়ক- নায়িকা হয়ে ওঠার গল্প যুগ যুগ ধরে শোন যায়। আজকের টলিউডের তাবড় তারকাদের মধ্যে অনেকেরই কেরিয়ার শুরু বাংলা টেলিভিশন থেকে। বর্তমান সময়ে,দেব তার সব ছবিতে নতুনদের সুযোগ দিচ্ছেন। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পালদের পরে দেবের পরের ছবির নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে। 'প্রজাপতি ২'-র মাধ্যমে রুপোলী পর্দায় ডেবিউ করতে চলেছেন জ্যোতির্ময়ী। তবে এখানেই থেমে নেই তিনি। তাঁকে নিয়ে নয়া গুঞ্জন টলিপাড়ায়। 

সময়টা খুব ভাল যাচ্ছে জ্যোতির্ময়ীর। কেরিয়ারে একের পর এক বড় সুযোগ পাচ্ছেন। দেবের পরে এবার তিনি কাজ করবেন শাকিব খানের বিপরীতে। বাংলাদেশের পরিচালক আবু হায়াত মাহমুদ আগামী ইদের ছবির নায়ক শাকিব। ছবির নাম 'প্রিন্স'। এই ছবিতে শাকিবের বিপরীতে থাকছেন দুই নায়িকা- একজন এপার বাংলার এবং একজন ওপার বাংলার। একজন বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং দ্বিতীয় নায়িকা হলেন জ্যোতির্ময়ী। 

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি জ্যোতির্ময়ীর সঙ্গে প্রাথমিক কথা হয়েছে পরিচালক এবং প্রযোজকের। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতা, মু্ম্বই, বাংলাদেশ-সহ একাধিক জায়গায় পড়বে ছবির সেট। ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অমিত রায়। যদিও সংবাদমাধ্যমের কাছে এই খবরে সিলমোহর দেননি জ্যোতির্ময়ী। তিনি 'গুজব' বলে দাবি করেছেন। এখন সবটাই সময়ের অপেক্ষা 

আরও পড়ুন

প্রসঙ্গত, 'বঁধুয়া' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে জগতে পা রাখেন জ্যোতির্ময়ী। এরপরই দেবের ছবিতে সুযোগ পান। জানা গিয়েছে, পরিচালক অভিজিত্‍ সেনের মাধ্যমে জ্যোতির্ময়ী যোগাযোগ করেন প্রযোজনা সংস্থার সঙ্গে। পর পর ধারাবাহিকে কাজ  না করে, বড় পর্দায় ব্রেক পাওয়ার চেষ্টা করছিলেন। এরপরই প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। প্রযোজকেরও মনে ছিল জ্যোতির্ময়ীর কথা। এরপর 'প্রজাপতি ২'-র নায়িকার ভূমিকায় তাঁকে মানানসই মনে হওয়ায়, ডাক পড়ে অভিনেত্রীর। এবছর বড়দিনে মুক্তি পাবে 'প্রজাপতি ২'। 


 

Advertisement
Read more!
Advertisement
Advertisement