Advertisement

KIFF 2022 Information: শুরু হবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জানুন ১০ গুরুত্বপূর্ণ তথ্য

28th Kolkata International Film Festival: হাতে গোনা দিন পরে শুরু হবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  ইতিমধ্যে সাজো সাজো রব, কলকাতার প্রাণকেন্দ্র নন্দনে।

শুরু হবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Dec 2022,
  • अपडेटेड 2:18 PM IST

28th KIFF: বছরভর আপামর বাঙালি ছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) দিকে। আর হাতে গোনা দিন পরে শুরু হবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival)।  ইতিমধ্যে সাজো সাজো রব, কলকাতার প্রাণকেন্দ্র নন্দনে। এক নজরে দেখে নিন এবারের চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। 

* ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়সূচি ( KIFF 2022 Date) 

আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর অবধি চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৫ তারিখেই বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিফের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

* কিফ ২০২২ -র উদ্বোধন (KIFF Inauguration) 

উদ্বোধনী অনুষ্ঠানে এবছরও বসবে চাঁদের হাট। টলিউডের পাশাপাশি হাজির থাকবেন তাবড় বলিউড তারকারা। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan), শাহরুখ খান (Shahrukh Khan),কুমার শানু (Kumar Sanu), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), অরিজিৎ সিং (Arijit Singh), শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ছাড়াও প্রায় গোটা টলিউড এবার হাজির থাকবেন। 

* চলচ্চিত্র উৎসবের স্থান (Venue Of KIFF)

নন্দন (১,২,৩), রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর,  চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল তীর্থ (১, ২)- এই সমস্ত জায়গায় দেখা যাবে দেশ- বিদেশের ছবিগুলি। 

* সিনেমা উৎসবের থিম (28th KIFF Theme)

এবছর চলচ্চিত্র উৎসবের থিম রাখা হয়েছে - 'বিশ্ব মেলে ছবির মেলায়' (Meet the World, at the World of Cinema)। শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে লাগানো হয়েছে হোডিং। এই  থিম মাথায় রেখে যেভাবে ক্যাম্পেইন সাজানো হচ্ছে, তা ইতিমধ্যে দারুণ প্রশংসিত। কোথাও 'দ্য কিড'-র চার্লি চ্যাপলিনের পাশে বসে আছে 'পথের পাঁচালী'-র অপু, তো কোথাও মহানায়কের মুখোমুখি বসে আছেন জিন সেবার্গ। আবার  রবি ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চনদের অভিনীত চরিত্রগুলি মিলেছে বিদেশী ছবির চরিত্রের সঙ্গে। এক কথায় বলা যায়, গোটা বিশ্বের ছবি মিলেমিশে এক হয়ে গেছে। 

Advertisement

* উদ্বোধনী চলচ্চিত্র (KIFF Inaugural Film)

এবছরের উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ও জয়া- অমিতাভ অভিনীত ছবি 'অভিমান'। এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৭২৩ সালে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৫ টা থেকে দেখা যাবে 'অভিমান'। 

*  জন্মশতবর্ষে সম্মান (Centenary Tribute)

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেন্টেনারি ট্রিবিউট বিভাগে থাকছে হৃষীকেশ মুখোপাধ্যায়, ভারতী দেবী, দিলীপ কুমার, অসিত সেন, কে আসিফ, আল্যাঁ রেনে, আলি আকবর খাঁ, পাওলো পাসোলনির ছবি। 
 
* বিশেষ শ্রদ্ধার্ঘ্য (Special Tribute)

বিশেষ শ্রদ্ধার্ঘ্য দেওয়া হবে জঁ লু গদার ও তরুণ মজুমদারকে। দুই কিংবদন্তি পরিচালিত কিছু ছবি দেখানো হবে এবারের কিফে।

* অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান (Tribute To Amitabh Bachchan)

এই বছরে ৮০তে পা দিলেন অমিতাভ বচ্চন। বলিউড শাহেনশাহকে সম্মান জানাতে চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীত হবে তাঁর আটটি ছবি। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে  গগনেন্দ্র প্রদর্শনমালা ও নজরুল তীর্থে অমিতাভ বচ্চন এবং নন্দন ও নজরুল তীর্থে গদার বিষয়ক প্রদর্শনীর আয়োজন হয়েছে। 

* কিফ ২০২২ -এর বিভিন্ন বিভাগ (KIFF 2022 Special Category)

৪২ দেশের মোট ১৮৩ ছবি প্রদর্শিত হবে এবছরের কলকাতা চলচ্চিত্র উত্‍সবে। যার মধ্যে প্রতিযোগিতা বিভাগে রয়েছে ৬৬ ছবি। মোট পাঁচটি আলাদা প্রতিযোগিতামূলক বিভাগ রয়েছে এবার। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজ, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড), ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি এবং শর্ট ন্যাশনাল কম্পিটিশন অন ফিকশন। এছাড়াও দুটি নন-কম্পিটিশন বিভাগ থাকবে, সিনেমা ইন্টারন্যাশনাল ও বেঙ্গলি প্যানোরামা। 

* ক্রীড়া বিষয়ক ছবি (Sports Related Films)

ক্রীড়া বিষয়ক বেশ কয়েকটি ছবি দেখানো হবে এবার। সে তালিকায় রয়েছে '৮৩', 'এমএস ধোনি', 'চক দে ইন্ডিয়া', 'মেরি কম', 'কোনি' এবং 'ভাগ মিলখা ভাগ'-র মতো ছবিগুলি। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement