Advertisement

Olokkhis In Goa: জমজমাট লেডিজ নাইটে লঞ্চ হল 'অলক্ষ্মীজ ইন গোয়া'র দ্বিতীয় গান, অপেক্ষা স্ট্রিমিংয়ের

এই সিরিজের গান নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে তুঙ্গে। সম্প্রতি এই সিরিজের দ্বিতীয় গান ভাসিয়ে দাও লঞ্চ হয়েছে। এফিনগাটএ ওপেন মাইক ও বিশেষ লেডিজ নাইটএর সঙ্গেই উদযাপন হল এই সিরিজের মিউজিক লঞ্চ অনুষ্ঠানও। দারুণ এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন ওয়েব সিরিজের পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় সহ সিরিজের অন্যান্য কলাকুশলীরা।

অলক্ষ্মীজ ইন গোয়াঅলক্ষ্মীজ ইন গোয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2023,
  • अपडेटेड 6:34 PM IST
  • এই সিরিজের গান নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে তুঙ্গে। সম্প্রতি এই সিরিজের দ্বিতীয় গান ভাসিয়ে দাও লঞ্চ হয়েছে।
  • এফিনগাটএ ওপেন মাইক ও বিশেষ লেডিজ নাইটএর সঙ্গেই উদযাপন হল এই সিরিজের মিউজিক লঞ্চ অনুষ্ঠানও। দারুণ এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন ওয়েব সিরিজের পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় সহ সিরিজের অন্যান্য কলাকুশলীরা।
  • পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় এই সিরিজ নিয়ে জানিয়েছেন যে পাঁচ বছর আগে ভাবা গল্প যেটা ২ বছর ধরে বানানোর চেষ্টা করছেন পরিচালক। অবশেষে তা তৈরি হওয়ায় বেশ অনেকটাই এখন স্বস্তিতে রয়েছেন তিনি।

মেয়েরা তো অলক্ষ্মী, এই নামেই তো তাঁরা সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু জানেন তো এই অলক্ষ্মীদের মধ্যেই কিন্তু আসল লক্ষ্মীর বাস। যেমনটা এই চারজন অলক্ষ্মী মেয়ের মধ্যে রয়েছে। এটা চার বান্ধবীর বন্ধুত্বের গল্প। যাঁরা গোয়ায় গিয়ে কি হুল্লোড় করেন সেটাই দেখানো হবে পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া।' ক্লিকে এই সিরিজটি সম্প্রচার হবে। ইতিমধ্যেই এই সিরিজের ট্রেলার লঞ্চ ও একটি গান মুক্তি পেয়েছে। এবার আরও একটি গান সামনে এল।

দ্বিতীয় গান লঞ্চ
এই সিরিজের গান নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে তুঙ্গে। সম্প্রতি এই সিরিজের দ্বিতীয় গান ভাসিয়ে দাও লঞ্চ হয়েছে। এফিনগাটএ ওপেন মাইক ও বিশেষ লেডিজ নাইটএর সঙ্গেই উদযাপন হল এই সিরিজের মিউজিক লঞ্চ অনুষ্ঠানও। দারুণ এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন ওয়েব সিরিজের পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় সহ সিরিজের অন্যান্য কলাকুশলীরা।   

ওয়েব সিরিজের গল্প
চার বান্ধবী তিতাস, রণিতা, বর্ষা, হৈ এদের সুন্দর নাম থাকলেও ছোট থেকে এদের দস্যিপনা এতটাই জনপ্রিয় যে তাদের অলক্ষ্মী বলেই ডাকা হয়ে থাকে। যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে অলক্ষ্মী বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজও প্রসিদ্ধ। এই চার অলক্ষ্মী যখন গোয়ায় যায় ঠিক তখন কি ধরনের কাণ্ডকীর্তি ঘটায় তাই নিয়েই মূলতঃ এই সিরিজের গল্প। প্রিয়াঙ্কা ও অনুরাধা ছাড়াও অন্য দুই অলক্ষ্মী হলেন প্রিয়াঙ্কা মণ্ডল ও আভেরী সিংহ রায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মণ্ডল, সুস্নাত ভট্টাচার্য প্রমুখ। মূলতঃ ডার্ক কমেডির মোড়কে তৈরি 'অলক্ষ্মীজ ইন গোয়া'। খুব শীঘ্রই ক্লিকে এই সিরিজটি দেখা যাবে। 

আরও পড়ুন

অলক্ষ্মীজ ইন গোয়া গান লঞ্চ ইভেন্ট

আরও পড়ুন: 'গোয়েন্দার' গল্প এবার সিরিজে, মুখ্য চরিত্রে বিবৃতি- দেবপ্রিয়

জানুয়ারি থেকেই স্ট্রিমিং
পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় এই সিরিজ নিয়ে জানিয়েছেন যে পাঁচ বছর আগে ভাবা গল্প যেটা ২ বছর ধরে বানানোর চেষ্টা করছেন পরিচালক। অবশেষে তা তৈরি হওয়ায় বেশ অনেকটাই এখন স্বস্তিতে রয়েছেন তিনি। 'অলক্ষ্মীজ ইন গোয়া'র পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জয়দীপ বন্দ্যোপধ্যায়। সংলাপ লিখেছেন সৌমিত দেব। চিত্রগ্রহণে অঙ্কিত সেনগুপ্ত।সঙ্গীত ও আবহে প্রাঞ্জল দাস। সম্পাদনায় কৌস্তভ সরকার। ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস’-এর প্রযোজনায় কিছুদিনের মধ্যেই ক্লিকে এই ওয়েব সিরিজ স্ট্রিমিং হতে চলেছে। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement