Advertisement

Koushani- Ankush: কৌশানীর সঙ্গে রোম্যান্স অঙ্কুশের? 'কিলবিল সোসাইটি'-তে এবার বড় চমক

Killbill Society Movie: 'ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়'- সৃজিত এবার নিয়ে আসছেন 'কিলবিল সোসাইটি'। ইতিমধ্যে ছবির টিজার ও গান বেশ প্রশংসিত। এবার সামনে এল বড় চমক। এবার পর্দায় কৌশানীর সঙ্গে রোম্যান্সে মাতবেন অঙ্কুশ হাজরা। 

'কিলবিল সোসাইটি' ছবির লুকে অঙ্কুশ - কৌশানী (ছবি সংগৃহীত)'কিলবিল সোসাইটি' ছবির লুকে অঙ্কুশ - কৌশানী (ছবি সংগৃহীত)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Mar 2025,
  • अपडेटेड 12:58 PM IST

'মরবে মরো ছড়িয়ো না'। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'হেমলক সোসাইটি'-র এই সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। বক্স অফিসেও ভাল সাড়া ফেলেছিল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি। অনেকেই অপেক্ষায় ছিলেন কবে এই ছবির সিক্যুয়েল আসবে। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। 'ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়'- সৃজিত এবার নিয়ে আসছেন 'কিলবিল সোসাইটি'। ইতিমধ্যে ছবির টিজার ও গান বেশ প্রশংসিত। এবার সামনে এল বড় চমক। এবার পর্দায় কৌশানীর সঙ্গে রোম্যান্সে মাতবেন অঙ্কুশ হাজরা। 

টিজার দেখে আন্দাজ করা যাচ্ছে, ছবিতে কৌশানীর বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। এবার জানা যাচ্ছে 'কিলবিল সোসাইটি'-র একটি গানে ধরা পড়বে কৌশানী- অঙ্কুশের রসায়ন। সৃজিতের ছবিতে ক্যামেও চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। পরিচালকেরর অনুরোধে অতিথি চরিত্রে অভিনয় করছেন তিনি। নন্দিতা রায়- শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'রক্তবীজ' ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। 'গোবিন্দ দাঁত মাঝে না' গানটি যথেষ্ট জনপ্রিয় হয়। এবার 'রক্তবীজ ২'-তে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে।  

 

আরও পড়ুন

এদিকে পরমব্রত, কৌশানী ছাড়াও 'কিলবিল সোসাইটি' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। একা অঙ্কুশ নন, ছবিতে সৃজিতের অনুরোধে অতিথি চরিত্রে অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, শ্রুতি দাস, অঙ্গনা বসু, সোমক ঘোষ, নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়ও। ঠিক যেমন 'হেমলক সোসাইটি'-তে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, বরুণ চন্দ, সব্যসাচী চক্রবর্তী, সোহাগ সেন, ব্রাত্য বসু, রাজ চক্রবর্তী, জিৎ, শিলাজিৎ মজুমদার, প্রিয়াঙ্কা সরকারকে। ১ এপ্রিল ছবির ট্রেলার প্রকাশ্যে আসার কথা। এবারে ছবির বার্তা 'মরতে চাইলে বাঁচতে হবে'। এবছর বাংলা নববর্ষের আগে, ১১ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। 

 

 

প্রসঙ্গত, এবার আনন্দ কর নয়, মৃত্যুঞ্জয় কর হয়ে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রস্থেটিকে তিনি বিশ্বাসী নন। চরিত্রের প্রয়োজনে মাথা কামিয়ে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নেন পরম। শুধু লুক নয়, তাঁর চরিত্রেও এবার রয়েছে বিশেষ চমক। কালের নিয়মে অনেকটাই বদলে গিয়েছেন আনন্দ। এখন আর তিনি 'হেমলক সোসাইটি' পরিচালনা করেন না। এর পরিবর্তে 'কিলবিল সোসাইটি'র দায়িত্ব নিয়েছেন তিনি।

Advertisement

অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায় ধরা দেবেন পূর্ণা আইচের চরিত্রে। ফের ডিগ্ল্যাম লুকে ধরা দিলেন টলি নায়িকা। একেবারে লাগামছাড়া- বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত পূর্ণা। সমালোচনার পরোয়া করে না সে। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে একেবারে ওলটপালট হয়ে যায় পূর্ণার জীবন।  দেওয়ালে পিঠ ঠেকে যায় তার। সে কি পারবে স্বাভাবিক জীবনে ফিরতে? নাকি এই পর্যায়ে এসে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেবে? এবার সেই গল্প গেঁথেছেন সৃজিত।  

 

Read more!
Advertisement
Advertisement