Advertisement

শুটিং শেষ! পুজোর আগেই শহরে ফিরছেন মিমি

লন্ডনে 'বাজি'র শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও জিৎ। আপাতত তা শেষ করে শহরে ফিরছেন দু'জনে। সে খবর মিমি নিজেই জানিয়েছেন সোশাল মিডিয়ায়।

পুজোর আগেই শহরে ফিরছেন মিমি। ফোটো- মিমির ইনস্টাগ্রাম সৌজন্যে পুজোর আগেই শহরে ফিরছেন মিমি। ফোটো- মিমির ইনস্টাগ্রাম সৌজন্যে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Oct 2020,
  • अपडेटेड 5:07 PM IST
  • পুজোর আগেই শুটিং শেষ, শহরে ফিরছেন সাংসদ-অভিনেত্রী
  • 'বাজি'র শুট লন্ডনে গিয়েছিলেন মিমি
  • লন্ডনে মিমির সঙ্গে দেখা হয়েছিল নুসরত জাহানেরও

পুজোর আগে শহরে ফেরার সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন মিমি চক্রবর্তী। আসলে লন্ডনে শুটিং শেষ করে দেশে ফিরছেন সাংসদ-অভিনেত্রী। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই সেকথা জানালেন তিনি। শেষ দিনের শুটিং শেষের ব্যস্ততার মধ্যে টিমের সদস্যদের নিয়ে ভিডিয়ো করলেন তিনি। সেখানে দেখা মিলল অভিনেতা-প্রযোজক জিতের। 

কাজ শেষে এবার ঘরে ফেরার পালা। পুজোর আগেই শহরে ফিরছেন মিমি চক্রবর্তী। শুটিংয়ের ফাঁকে ভিডিয়ো করেছেন তিনি। সেখানে জিৎ-ও বলছেন, শুটিং শেষ। সব কাজ মোটামুটি শেষের দিকে। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে 'বাজি'। 

প্রসঙ্গত, বিশ্বে করোনা হানার আগে লন্ডনে ছিলেন জিৎ-মিমি। পরবর্তী ছবি 'বাজি'র শুটিং করতেই উড়ে গিয়েছিল টিম। কিন্তু করোনার জেরে বাতিল হয়েছিল শুটিং। লম্বা শুটিং শিডিউল, সেকারণেই লকডাউন পরবর্তীতে ফের বিদেশ পাড়ি দিয়েছিলেন তাঁরা। 

আরও পড়ুন

পরিচালক অংশুমান প্রত্যুষের পরিচালনায় ছবিতে প্রথমবার দেখা যাবে জিৎ-মিমি জুটি। সাংসদ হওয়ার পর মিমির প্রথম পুরোদস্তুর বাণিজ্যিক ছবি 'বাজি'। তবে শুধু জিৎ নয়, মিমির সঙ্গে প্রথমবারের জন্য কাজ করতে চলেছেন ‘বাজি’ ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ। প্রযোজনায় রয়েছেন জিৎ নিজেই।

শুধু তাই নয়, এবার পুজোয় দুটি ছবি মুক্তি পাবে মিমির। ২১ অক্টোবর আসছে মিমি-অনির্বাণের 'ড্রাকুলা স্যার'। মিমি-নুসরত-যশের জুটিতে আসছে 'এসওএস কলকাতা'। 

Read more!
Advertisement
Advertisement