Advertisement

Anirban Sohini Relationship: 'আমাদের সম্পর্ক...', অবশেষে অনির্বাণের সঙ্গে প্রেমে সিলমোহর সোহিনীর!

Tollywood Celebs Relationship Gossips: সোহিনীর প্রেমিকের তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। যদিও এতদিন সেই প্রেমকে 'ভাল বন্ধুত্ব' বলেই ব্যাখ্যা দিয়েছিলেন দু'জনেই। তবে এবার সেই প্রেমের কথা প্রকাশ্যে নিজেই বললেন অভিনেত্রী। 

অনির্বাণ- সোহিনী (ছবি: ফেসবুক)অনির্বাণ- সোহিনী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Oct 2025,
  • अपडेटेड 11:36 AM IST

আলোচনায় থাকেন সোহিনী সরকার। তবে কাজের থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয়। এমনকী বাদ যায় না অভিনেত্রীর প্রেম,বিয়ে নিয়ে চর্চাও। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন নায়িকা। এর আগেও জড়িয়েছিলেন একাধিক সম্পর্কে। যা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বিভিন্ন সময়। সোহিনীর প্রেমিকের তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। যদিও এতদিন সেই প্রেমকে 'ভাল বন্ধুত্ব' বলেই ব্যাখ্যা দিয়েছিলেন দু'জনেই। তবে এবার সেই প্রেমের কথা প্রকাশ্যে নিজেই বললেন অভিনেত্রী। 

'ব্যোমকেশ' অনির্বাণের 'সত্যবতী' সোহিনী। দু'জনেই টলিপাড়ার চেনা মুখ। সেই সঙ্গে চর্চিতও। ২০১৮-১৯ সাল নাগাদ স্টুডিওপাড়ায় খবর রটে, চুটিয়ে প্রেম করছেন অনির্বাণ- সোহিনী। যদিও সেসময় দু'জনের কেউই এই সম্পর্কে সিলমোহর দেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে, প্রাক্তন প্রেমিক অনির্বাণের সঙ্গে প্রেমের স্বীকারোক্তি শোনা যায় টলি নায়িকার মুখে।

বর্তমানে টলিপাড়ায় কার্যত 'একঘরে' অনির্বাণ ভট্টাচার্য। ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব ঘিরে ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া জটিলতার জন্য় আপাতত সেরমক কাজ নেই অনির্বাণের হাতে। কিংবা বলা যায়, কাজ পেতে যথেষ্ট বেগ পেতে হতে হচ্ছে তাঁকে। অনির্বাণের দীর্ঘদিনের বন্ধু তথা ঘনিষ্ঠ সহকর্মীর কাছে এপ্রসঙ্গে তাঁর মত জানতে চাওয়া হয়েছিল। তখনই তিনি সরাসরি বলেন, "আসলে ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।" 

এরপর অনির্বাণের কাজ থেকে বাদ পড়া প্রসঙ্গে নায়িকা বলেন, "এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা হওয়া উচিত নয়। তার পরেও আমার অনেক কিছু বলা উচিত, আবার অনেক কিছু বলা যাবেও না। প্রত্যেকে নিজেদের মতো করে লড়াই করছেন। আমি আমার মতো করছি, আমি নিজের সমস্যাগুলোরই সমাধন করতে পারছি না। ও নিজের মতো করে লড়াই করছে। টেকনিশিয়ন দাদা-দিদিরাও আমার খুব কাছের। আমরা সবাই চাই ইন্ডস্ট্রির একটা উন্নতি হোক, সোজা কথা।" 

Advertisement

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে হঠাৎ মধুরিমা গোস্বামীকে বিয়ে করেন অনির্বাণ। খুব ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে একেবারে ঘরোয়াভাবে বিয়ে সারেন জুটি। আইনি বিয়ের পাশাপাশি সিঁদুরদানেই সম্পন্ন হয় তাঁদের বিয়ে। সেসময় জানা যায়, মধুরিমা- অনির্বাণের সম্পর্ক দীর্ঘদিনের। নাট্য দুনিয়া থেকেই আলাপ হয় দু'জনের। 

অন্যদিকে অনির্বাণের সঙ্গে বিচ্ছেদের পর রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী। তাঁরা দীর্ঘদিন সহবাসও করেন। এরপর, ভেঙে যায় সোহিনী- রণজয়ের প্রেম। ২০২৪ সালের জুলাই মাসে শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবনে পা রাখেন  সোহিনী। একেবারে নিজেদের মতো করে, 'প্রাইভেট' অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন তাঁরা। প্রায় এক বছরের প্রেম পরিণতি পায় সেদিন।  
   
 

Read more!
Advertisement
Advertisement