বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, মধুমিতা সরকারকে (Madhumita Sarcar) নিয়ে। জল্পনাই সত্যিই হল! বি-টাউনে পাড়ি দিচ্ছেন টলি অভিনেত্রী। বলিউড ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। মধুমিতা জুটি বাঁধছেন তনুজ ভিরওয়ানি সঙ্গে। ছবির নাম 'ফর্জ'। পরিচালনায় বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায়। কেমন হবে মধুমিতার চরিত্র? বলিউডে ডেবিউ নিয়ে কতটা উৎসাহী তিনি?
আজতক বাংলাকে মধুমিতা জানালেন, "এটা একটা কমার্শিয়াল হিন্দি ছবি, সিনেমা হলেই মুক্তি পাবে। ছবিটার নাম 'ফর্জ'। অগাস্ট মাসের মাঝামাঝি নাগাদ শ্যুটিং শুরু হবে। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক থেকে দেড় মাস চলবে শ্যুটিং। ছবিটা একটু অন্য রকমের। তাই শ্যুটিংও হবে দেশের ভিন্ন অঞ্চলে। যেমন- বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের মতো জায়গায় আউটডোর শ্যুটিং হবে।"
নায়িকা আরও বলেন, " ছবির জন্য আমায় এক্সেন্ট কোচিং নিতে হচ্ছে। জায়গা বিশেষে যেমন হিন্দি আলাদা, মধ্যপ্রদেশের হিন্দি এক রকম, ঝাড়খণ্ডের হিন্দি এক রকম, বিহারের হিন্দি এক রকম...এই সংলাপ নিয়ে কোচিং হচ্ছে আমার। আসলে এই ছবিটার ব্যাপারে আমি এখনই সব কিছু বলা বারণ। তাই সবটা বলতে পারছি না।"
রাইমা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, যশ দাশগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গপাধ্যায়ের মতো বাঙালি অভিনেতারা মায়ানগরীতে কাজ করছেন দাপিয়ে। সেই তালিকায় নাম লেখালেন মধুমিতাও। এরপর কি বাংলা ছবিতে কাজ করবেন তিনি, নাকি শুধু বি-টাউনই লক্ষ্য? মধুমিতার কথায়, "না এরকম কোনও ব্যাপার নেই। যখন যেই প্রোজেক্ট ভাল লেগে যাবে, সেই কাজটাই করব। আমি জানি না এরপর কী হবে। তবে ভগবান করুক, আমি যেন লাফিয়ে- ঝাঁপিয়ে কাজ করতে থাকি। বাকিটা সময় বলবে।"
প্রসঙ্গত, টলিপাড়ার জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে মধুমিতার পরবর্তী ছবি 'চিনি ২'। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একটি ছবিতে কাজ করবেন অভিনেত্রী। সেই ছবির শ্যুটও শুরু হবে খুব শীঘ্রই। এছাড়াও আরও এক- দুটি ছবির কথা চলছে, তবে চিত্রনাট্য দেখে তিনি সেই প্রোজেক্টে হ্যাঁ বলবেন।