Advertisement

Mahanayak Samman 2025- Mamata Banerjee: মহানায়ক সম্মান পেলেন গৌতম-ইমন-গার্গী, তালিকায় আরও কারা? দেখুন

Tollywood Awards: বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 'মহানায়ক' সম্মান প্রদান করা হল শিল্পীদের। হাজির ছিলেন চলচ্চিত্র জগতের অনেকেই। শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা, গার্গী, গৌতম, ইমন (ছবি:ফেসবুক)মমতা, গার্গী, গৌতম, ইমন (ছবি:ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2025,
  • अपडेटेड 8:50 PM IST

২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। তিনি আজও বেঁচে আছেন বাঙালির মননে। এই বিশেষ দিনে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানের। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 'মহানায়ক' সম্মান প্রদান করা হল শিল্পীদের। হাজির ছিলেন চলচ্চিত্র জগতের অনেকেই। শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা ছবিতে সামগ্রিক অবদানের জন্য স্বীকৃতি পেলেন শিল্পীরা। এবছর মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এছাড়া মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় মেকআপ আর্টিস্ট তথা প্রস্থেথিক মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু, সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য।  

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলার সঙ্গীত একাডেমি তৈরি হয়ে গেছে। খুব শীঘ্রই উদ্বোধনের হবে। এছাড়াও এবছরের টেলি একাডেমি পুরস্কার অনুষ্ঠানও হবে খুব শীঘ্রই। ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পদে এবারও থাকছেন গৌতম ঘোষ। মুখ্যমন্ত্রী বলেন, "আপনারা সব  সিনেমাকে গুরুত্ব দিন। কিন্তু দয়া করে বাংলা সিনেমাকে অবহেলা করবেন না। বাংলায় যারা গান গেয়েছেন সেই শিল্পীদের দয়া করে একটু বেশি গুরুত্ব দিন।" 

আরও পড়ুন

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এদিন বড় ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "প্রসেনজিৎ একটা ভাল আইডিয়া করেছে, একটা মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমায় জানিয়েছে। আমাদের ভাল লেগেছে মডেলটা।" তিনি বলেন, "প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে (প্রসেনজিৎ)। মডেলটা দেখে খুশি হয়েছি আমরা। এটা হলে বুথ স্তরে, তৃণমূল স্তরে, প্রত্যন্ত গ্রামে সিনেমাগুলি দেখতে পাবেন সকলে। সিনেমার চাহিদা বাড়বে ওরা যে সিনেমাগুলি তৈরি করে, তার মার্কেট পাবে। কর্মসংস্থান হবে।" 

বাংলা বিনোদন জগতের সব খবর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিয়মিত মেগা সিরিয়াল দেখেন। তবে কিছু ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলছে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। বিরক্তি প্রকাশ করে নির্মাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, "এখন দেখি সিরিয়ালগুলোতে শুধু এ ওকে বিষ দিচ্ছে। একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুণ্ডামি দেখানো হচ্ছে। কত ভাল জিনিস আছে। বাড়ান সে সব জিনিস দিয়ে।" 

Advertisement

তিনি আরও বলেন, "সারাদিন আমরা এত কাজে কর্মে ব্যস্ত থাকি, আবার টেনশন করব? ওটা টেনশন নয়, রিল্যাক্সসেশনের জন্য। এটা তৈরি করতে হবে, এসব মাথায় রেখে।" সামাজিক যে গল্প সংস্কৃতিকে ভালোবাসে, যে গল্প মানুষের বিবেককে জাগ্রত করে সেই গল্প বেছে নেওয়ার পরামর্শ দেন মমতা। সেই সঙ্গে তিনি আরও বলেন, সিরিয়ালে বাংলা গানকে গুরুত্ব দিতে।"  


 

 

Read more!
Advertisement
Advertisement