সদ্য জন্মদিন গেছে। এরই মধ্যে পাওয়া যাচ্ছে নতুন ছবির সুখবর। এবার বড় চমক দিতে চলেছেন রাজ চক্রবর্তী। এবার রাজের ছবিতে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। এই খবর আগেই চাউর হয়েছিল। শোনা যাচ্ছে, মহাগুরুর সঙ্গে প্রথম পর্যায়ের কথাও এগিয়েছে নির্মাতাদের। এবার মিলছে, নতুন খবর। টলিপাড়া সূত্রের খবর, এই ছবির জন্য দ্বিতীয় অভিনেতা হিসাবে কাকে নেবেন, সে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন পরিচালক।
এবার পারিবারিক ছবি তৈরি করতে চলেছেন রাজ চক্রবর্তী। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি হবে ছবিটি। যেখানে ফুটে উঠবে পিতা-পুত্রের সম্পর্কের সমীকরণ। বাবার চরিত্রে থাকছেন মিঠুন। অন্য দিকে, ছেলের চরিত্রে দেখা যেতে পারে ঋত্বিক চক্রবর্তীকে। ইতিমধ্যেই অভিনেতার সঙ্গে কথা হয়েছে পরিচালকের। যদিও এবিষয়ে এখনও অবধি মুখে কুলুপ এঁটে রয়েছেন কলাকুশলীরা।
প্রথমে কথা ছিল আগামী এপ্রিল মাসে ছবির শ্যুটিং হবে। তবে এখন শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ মহলে রাজ নাকি বলেছেন,আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত হয়ে থাকবেন। এজন্যে মার্চ মাসের প্রথম দিকেই ছবির শ্যুটিং শুরু হতে পারে। নতুন এই ছবিটি আসবে এসভিএফ-র ব্যানারে। এখন সবকিছু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র।
প্রসঙ্গত, রাজ গত কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন 'বাবলি' ছবির শ্যুটিং নিয়ে। এছাড়া ফেব্রুয়ারিতেই ব্রেন স্ট্রোক হয়েছিল মিঠুন চক্রবর্তীর। এরপর সুস্থ হয়ে 'শাস্ত্রী' ছবির শ্যুটিং ফ্লোরে ফেরেন তিনি। এর আগে 'প্রজাপতি' ছবিতে বাবা-ছেলে রূপে মিঠুন ও দেবের রসায়ন দারুণ পছন্দ করেছে দর্শক। এবার বাবা- ছেলে হিসাবে মিঠুন ও ঋত্বিকের জুটি কতটা পছন্দ করেন সকলে, সেটাই এখন দেখার।