Advertisement

Swastika-Shovan music video: শোভন-স্বস্তিকার প্রেম এবার রিল লাইফে? মিউজিক ভিডিওতেও বাঁধলেন জুটি

টলিউড থেকে টেলি পাড়া সকলেই জানে তাঁদের প্রেম কাহিনী। আগে রাখঢাক থাকলেও এখন আর এই জুটি কোনও পর্দা রাখেননি। বরং সকলের সামনে নিয়ে এসেছেন তাঁদের সম্পর্ককে। সোশ্য়াল মিডিয়াতেও তাঁরা বেশ খোলামেলাভাবেই নিজেদের কাটানো মুহূর্ত শেয়ার করেন। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে গায়ক শোভন ও অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নিয়ে। রিয়েল লাইফের এই জুটি এবার একসঙ্গে ধরা দিলেন একটি মিউজিক ভিডিওতে।

স্বস্তিকা শোভন একসঙ্গে ছবি সৌজন্যে: ইনস্টাগ্রানস্বস্তিকা শোভন একসঙ্গে ছবি সৌজন্যে: ইনস্টাগ্রান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2023,
  • अपडेटेड 11:10 AM IST
  • টলিউড থেকে টেলি পাড়া সকলেই জানে তাঁদের প্রেম কাহিনী। আগে রাখঢাক থাকলেও এখন আর এই জুটি কোনও পর্দা রাখেননি। বরং সকলের সামনে নিয়ে এসেছেন তাঁদের সম্পর্ককে।
  • রিয়েল লাইফের এই জুটি এবার একসঙ্গে ধরা দিলেন একটি মিউজিক ভিডিওতে।
  • ভিডিওতে সঙ্গে না থাকলেও শ্যুটিংয়ের সময় স্বস্তিকার সঙ্গেই ছিলেন শোভন।

টলিউড থেকে টেলি পাড়া সকলেই জানে তাঁদের প্রেম কাহিনী। আগে রাখঢাক থাকলেও এখন আর এই জুটি কোনও পর্দা রাখেননি। বরং সকলের সামনে নিয়ে এসেছেন তাঁদের সম্পর্ককে। সোশ্য়াল মিডিয়াতেও তাঁরা বেশ খোলামেলাভাবেই নিজেদের কাটানো মুহূর্ত শেয়ার করেন। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে গায়ক শোভন ও অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নিয়ে। রিয়েল লাইফের এই জুটি এবার একসঙ্গে ধরা দিলেন একটি মিউজিক ভিডিওতে। 

একবছর আগে শোভন তৈরি করেন এই গান
এই ভিডিওতে স্বস্তিকার সঙ্গে শোভন নেই কারণ তাঁর ওপর এই মিউজিক ভিডিওর গানের দায়ভার। জানা গিয়েছে, এই গান শোভন নিজেই তৈরি করেছিলেন প্রায় একবছর আগে। এরপর সেই গান শোনানো হয় স্বস্তিকাকে। দুজনেরই ইচ্ছা ছিল এই গানটি নিয়ে আসার কিন্তু নানান ব্যস্ততা ও একাধিক কাজের ফাঁকে সেটা আর হয়ে উঠছিল না। এবার সেই সময়টা পাওয়া গেল। 

শোভন ও স্বস্তিকা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ভিডিওতে দেখা গিয়েছে স্বস্তিকাকে
এই গানের ভাবনা ও পরিকল্পনা স্বস্তিকা নিজেই করেন। সাদা পোশাকে, নো মেকআপ লুক ও খোলা চুলে অভিনেত্রীকে স্নিগ্ধ লাগছে। শহরের আনাচে-কানাচে এই গানের ভিডিওর শ্যুট হয়েছে। ভিডিওতে সঙ্গে না থাকলেও শ্যুটিংয়ের সময় স্বস্তিকার সঙ্গেই ছিলেন শোভন। 

আরও পড়ুন

মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিও
সম্প্রতি আশা অডিওর ইউটিউব থেকে তাদের ইউটিউব চ্যানেলে 'একা বসে থাকি' গানটি মুক্তি পেয়েছে। গানটি লিখেছেন প্রলয়, আয়োজনে অর্ণব এবং শোভন। ভিডিওগ্রাফি ও গল্প নির্মাণে বাউন্ডুলে টিম এবং টিজার বানিয়েছেন তমাল দুয়ারি।

     

    শোভন-স্বস্তিকার রিয়াল লাইফ রসায়ন
    এই গান নিয়ে শোভন জানান যে তাঁর লেখা গানের সেরা বিশ্লেষক স্বস্তিকা। শোভন জানান যে তিনি পর্দার পেছনেই স্বাচ্ছন্দ্য অনুভব করেন। তবে এটাও একরকমভাবে স্বস্তিকার সঙ্গেই কাজ করা। একই মত স্বস্তিকারও। প্রসঙ্গত, শোভন-স্বস্তিকার সম্পর্ক বেশ অনেক বছরের। প্রথমে এই সম্পর্ক বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে তা প্রেমে পরিণত হয়। সুযোগ পেলেই দুজনে বেরিয়ে পড়েন ঘুরতে। এখন দুজনের কেউই বিয়ে নিয়ে ভাবছেন না। কারণ স্বস্তিকা ও শোভন দুজনের কেরিয়ার গ্রাফ এখন তুঙ্গে। সম্প্রতি হইচইতে 'গভীর জলের মাছ' সিরিজে আরাত্রিকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও স্বস্তিকা অভিনয় করছেন 'তোমার খোলা হাওয়া' সিরিয়ালে। এগুলো বাদে অভিনেত্রীকে আবীর ও ঋতাভরীর সঙ্গে দেখা যাবে 'ফাটাফাটি' সিনেমাতেও। যা ২৩ মার্চ মুক্তি পাচ্ছে। 

    Advertisement

     

    Read more!
    Advertisement
    Advertisement