Advertisement

Nusrat Jahan: মেজাজ বিগড়ালে কী করেন নুসরত জাহান?

সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন এখন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তাঁর রূপের আগুনে পুড়ছে কত যে পতঙ্গ তার হিসেব কে রাখে। অভিনেত্রীর পেশাগত জীবনের মতোই রঙীন তাঁর ব্যক্তিগত জীবনও। আর তা বেশ চর্চিত বটে। নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর ভক্তদের কৌতুহল কম নয়।

নুসরত জাহান ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামনুসরত জাহান ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2023,
  • अपडेटेड 5:45 PM IST
  • সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন এখন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান
  • তাঁর রূপের আগুনে পুড়ছে কত যে পতঙ্গ তার হিসেব কে রাখে
  • নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর ভক্তদের কৌতুহল কম নয়।

সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন এখন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তাঁর রূপের আগুনে পুড়ছে কত যে পতঙ্গ তার হিসেব কে রাখে। অভিনেত্রীর পেশাগত জীবনের মতোই রঙীন তাঁর ব্যক্তিগত জীবনও। আর তা বেশ চর্চিত বটে। নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর ভক্তদের কৌতুহল কম নয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি প্রকাশ্যে কিছু বলেননা অভিনেত্রী। তবে সম্প্রতি জানা গিয়েছে, নুসরত মন খারাপ হলে নাকি মিষ্টি খান। 

মিষ্টি খান নুসরত
এমনিতে গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকতে হলে খুবই কঠোর নিয়মের মধ্যে থাকতে হয় সব অভিনেত্রীদের। ব্যতিক্রম নন নুসরত জাহানও। তিনি নিজের মেদহীন চেহারা ধরে রাখতে প্রতিদিনই শরীরচর্চা করে থাকেন। তবে শুধু তাই নয়, কড়া ডায়েটও মেনে চলতে হয়। আর সেই ডায়েট থেকে একেবারেই বাদ চিনি ও মিষ্টি জাতীয় খাবার। নুসরতের ক্ষেত্রেও একই নিয়ম লাঘু হয়। কিন্তু এক সাক্ষাৎকারে নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সময় জানান যে তিনি মিষ্টি খান মন খারাপের সময়। 

নুসরত জাহান ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

আরও পড়ুন: Nusrat Jahan: গৌর গোপাল দাসের সঙ্গে নুসরত, ব্যাপক ট্রোল ইনস্টাগ্রামে

আরও পড়ুন

 

মন খারাপের দাওয়াই
সাক্ষাৎকারে নুসরতকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মন খারাপ হলে তিনি কী করেন? সেই প্রশ্নের উত্তরে নুসরত জাহান বলেন, নিজের মধ্যেই থাকি। টিভি দেখি। ঘুমিয়ে পড়ি। মিষ্টি খাই। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী এও জানিয়েছেন যে তিনি রাতে শোওয়ার আগে শেষ কাজ করেন ঘরের লাইট অফ করা এবং ফোন সাইলেন্ট করা।

নুসরত জাহান ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

আরও পড়ুন: Nusrat- Yash- Rituparna: বি-টাউন থেকে ফিরে বাংলা ছবিতে ফিরছেন যশ, সঙ্গী নুসরত- ঋতুপর্ণা

নুসরতের প্রশংসায় মিকা সিং
সম্প্রতি বসিরহাট কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নুসরতকে দেখে মুগ্ধ হয়েছিলেন মিকা সিং। বলেছিলেন, ‘প্রথমবার দেখছি কোনও সাংসদ এতটা ফিট’। কিন্তু তিনি যে মন খারাপ হলেই মিষ্টি খান সেই খবর মনে হয় মিকা সিং রাখেন না। কিছুদিন আগেই নুসরতকে দেখা গিয়েছিল সকালের প্রাতঃরাশে খাচ্ছেন গরম গরম ফুলকো লুচি ও আলু চচ্চড়ি। যদিও নুসরতের দাবী, তিনি নাকি কড়া ডায়েটে থাকেন সবসময়। কোনও অস্বাস্থ্যকর, ভাজা খাবার তিনি খান না একেবারেই। কিন্তু প্রাতঃরাশে এই খাবার দেখে তাঁর ডায়েট নিয়ে প্রশ্ন উঠছে।   

Advertisement

ব্যক্তিগত জীবন চর্চায়
এমনিতে নুসরত জাহানের ব্যক্তিগত জীবন বেশ চর্চায়। তাঁর বিয়ে ভাঙা থেকে শুরু করে যশের সঙ্গে সংসার করা হোক অথবা তাঁর মা হওয়া। প্রত্যকেটি বিষয়ই কোনও না কোনও সময়ে বিতর্কের পাহাড় বহন করে নিয়েছে। যদিও এই সব বিষয়কে খুব একটা পাত্তা দিতে নারাজ নুসরত জাহান। তিনি নিজের মতো করেই জীবন কাটাতে পছন্দ করেন। তাই কোনও ধরনের বিতর্ক তাঁকে ছুঁতে পারে না।    

Read more!
Advertisement
Advertisement