Advertisement

Nusrat Jahan Trolled: রবীন্দ্রজয়ন্তীতে ভুল গান, বানান পোস্ট! বিরাট ট্রোলের মুখে নুসরত

নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। কিছুদিন আগে দুর্নীতিতেও নাম জড়ায় তাঁর। এবার পঁচিশে বৈশাখে ভুল গান ও গানের কথা লিখে ট্রোলের মুখে পড়লেন নায়িকা। 

 নুসরত জাহান নুসরত জাহান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 May 2024,
  • अपडेटेड 8:13 PM IST

খবরের শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তিনি। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। কিছুদিন আগে দুর্নীতিতেও নাম জড়ায় তাঁর। এবার পঁচিশে বৈশাখে ভুল গান ও গানের কথা লিখে ট্রোলের মুখে পড়লেন নায়িকা। 

৮ মে পড়েছে এবছরের রবীন্দ্রজয়ন্তী। সকাল থেকেই রবি ঠাকুরের গান, কবিতা, নাচ দিয়ে সোশ্যাল মিডিয়ায় উদযাপন করছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। বাদ গেলেন না নুসরত জাহানও। তবে পোস্টটি করেই ঘটল বিপত্তি। আসলে নিজের 'ডিকশনারি' ছবির দুটো লুকে শেয়ার করেছেন নায়িকা। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন একটি গানের দু'লাইন। তবে সেই লেখায় ভুল থাকায়, তাঁকে একহাত নিলেন নেটিজেনরা। 

নুসরত জাহান আসলে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে গিয়ে লিখেছেন বাংলাদেশের প্রয়াত কবি রুদ্র মহম্মদ শহিদুল্লার লেখা গান। শুধু তাই নয়, গানের কথাটিও ভুল। 'আমার ভিতর বাহিরে...' গানটি লিখে পোস্টটি করেন নুসরত। তবে ঠিক লিরিক্সের বদলে ক্যাপশনে লেখা ছিল, "আমারা ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়া জুড়....।" ভুল লিরিক্স ও গান নজর এড়ায়নি নেটিজেনদের। কমেন্ট বক্সেই তাঁকে কটাক্ষ শুরু করেন বহু মানুষ। 

আরও পড়ুন

 

 

প্রসঙ্গত, ২০২৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল- কংগ্রেসের হয়ে টিকিট পাননি নুসরত। কিছুদিন আগে সন্দেশখালি প্রসঙ্গে ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলে ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ওঠে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। সেই সংস্থার ডিরেক্টর ছিলেন বলে মেনে নিয়েছেন নুসরত জাহান। তিনি দাবি করেন, ওই সংস্থা থেকে ঋণ নিয়ে সুদ সমেত ফেরত দিয়েছিলেন।

নুসরতের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হয় আদালতে। বেশ কয়েক জন প্রবীণ নাগরিক অভিযোগ করেন, যে সংস্থায় ডিরেক্টর ছিলেন তৃণমূল সাংসদ, তারা প্রায় ২৪ কোটি টাকার প্রতারণা করেছে। নুসরতের বিরুদ্ধে অভিযোগ ওঠে, দুর্নীতির টাকাতেই পাম অ্যাভিনিউয়ের কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন তিনি। এই তদন্তে সম্পূর্ণ সহায়তা করবেন বলে জানিয়েছিলেন নুসরত।   
         
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement