শিরোনামে থাকেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান ও তাঁর স্বামী- অভিনেতা যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, বিগত কয়েক বছরে বারবারই চর্চায় এসেছেন তাঁরা। গত কয়েক মাস ধরে ফের আলোচনায় জুটি। প্রশ্ন উঠেছে, পর্দার মতো বাস্তবেও কি একে অপরের সঙ্গে 'আড়ি' করেছেন?
কিছু মাস আগে একে অপরকে আনফলো করেছিলেন। তারপর নাকি আলাদা থাকছিলেন তারকা জুটি। গুঞ্জন, 'যশরত'-র মধ্যে নাকি দূরত্ব হয়েছিলl। এরই মাঝে হালকা চালে নিন্দুকদের মোক্ষম জবাব দেন নায়িকা। 'মানুষকে গল্প বানাতে থাকুক, ততক্ষণ আমরা আমাদের মতো করে বাঁচতে থাকি...।' দু'জনের ছবির নিচে এই ক্যাপশন লিখে পোস্ট করেছিলেন।
১০ অক্টোবর যশের জন্মদিন। স্পেশাল দিনে, স্পেশাল শুভেচ্ছা বার্তা আসবে এটাই তো স্বাভাবিক। বার্থডে বয়ের সঙ্গে একাধিক না দেখা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন যশ-পত্নী। সেখানে রয়েছে ছোট্ট ঈশানকে কোলে নেওয়া হাসপাতালের ছবিও। সঙ্গে ক্যাপশনে নুসরত লিখেছেন মনের কথা। নায়িকা লিখেছেন, "একসঙ্গে পৃথিবীর সঙ্গে লড়াই করা থেকে শুরু করে.. একে অপরের সঙ্গে লড়াই করা (এবং এখনও টিকে থাকা)...পেট ব্যথা না হওয়া পর্যন্ত হাসা থেকে একে অপরকে আঘাত করা...কীভাবে বিশৃঙ্খল হতে হয় শিখে গেছি! আমার প্রিয় 'মাথা ব্যথা'... তোমার বিশেষ দিনে আমি তোমার সুখ, শান্তি এবং সাফল্য কামনা করি... শুভ জন্মদিন..।"
যশও এই পোস্টের নিচে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, "মনে হচ্ছে বিশৃঙ্খলা সত্যিই আমাদের জন্য উপযুক্ত...শুধুমাত্র তুমিই আমায় 'মাথা ব্যথা' বলতে পারো এবং তোমার মুখেই এই কথাটা মিষ্টি শোনাতে পারে... পাগলামো, বিশৃঙ্খল, দারুণ শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ... আরও একটি বেশিদিন একে অপরের সঙ্গে থাকার জন্য আমাদের শুভেচ্ছা।"
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরত জাহান। তুরস্কে বসেছিল তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। কলকাতায় এসে হয় গ্র্যান্ড রিসেপশন পার্টি। এরপর ২০২০-র শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব- বিচ্ছেদ হয়ে, যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তিনি জন্ম দেন পুত্র সন্তানের। যশ- নুসরতের সম্পর্ক, জুটির সন্তান ঈশানের জন্ম নিয়ে আলোচনা- সমালচনার ঝড় ওঠে সেসময়। এর আগেও বহুবার সম্পর্কে জড়িয়ে ছিলেন নুসরত।