Advertisement

Tirandaj Shabor: মুষলধারায় বৃষ্টি, আচমকা গাড়ির জানালায় টোকা! ছমছমে টিজার শবরের

চার বছরের অপেক্ষার অবসান। গোয়েন্দা শবরের ভক্তদের জন্য সুখবর। অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'শবর' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। এবারের সিনেমা ‘তীরন্দাজ শবর’ (Tirandaj Shabor). ছবিটি মুক্তি পাবে ২৭ মে। সদ্য মুক্তি পেয়েছে ছবির অফিশিয়াল টিজার।

মুষলধারায় বৃষ্টি, আচমকা গাড়ির জানালায় টোকা! ছমছমে টিজার শবরেরমুষলধারায় বৃষ্টি, আচমকা গাড়ির জানালায় টোকা! ছমছমে টিজার শবরের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2022,
  • अपडेटेड 12:39 PM IST

চার বছরের অপেক্ষার অবসান। গোয়েন্দা শবরের ভক্তদের জন্য সুখবর। অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'শবর' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি। এবারের সিনেমা ‘তীরন্দাজ শবর’ (Tirandaj Shabor). ছবিটি মুক্তি পাবে ২৭ মে। সদ্য মুক্তি পেয়েছে ছবির অফিশিয়াল টিজার।

২০১৮ সালে মুক্তি পাওয়া শেষ শবর সিরিজ 'আসছে আবার শবর'-এর পর এবার মুক্তির পথে অরিন্দম শীল পরিচালিত 'শবর' ফ্র‍্যাঞ্চাইজির চতুর্থ ছবি 'তীরন্দাজ শবর'। ২০২০ সালে 'তীরন্দাজ শবর'-এর শ্যুটিং শুরু হয়েছিল। মহামারীর কারণে একাধিকবার শ্যুটিং পিছিয়ে গিয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, নাইজেল আকারা, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস, রম্যাণি মণ্ডল, চন্দন সেন প্রমুখ রয়েছেন এই ছবিতে।

আরও পড়ুন

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপ্রকাশিত উপন্যাসের খলনায়ক জীবন্ত হয়ে উঠবে পর্দায়। অতঃপর, তিরন্দাজের মোকাবিলা করতে আসবেন লালবাজারের দুঁদে গোয়েন্দা শবর দাশগুপ্ত। কেমন হবে সেই লড়াই? এই গল্পে প্রেম আছে, রহস্য আছে, হাই ভোল্টেজ মারপিট আছে।

মাইথন, কলকাতা আর আসানসোলে হয়েছে ছবির শুটিং। গরমের ছুটিতে আসছে 'তীরন্দাজ শবর'। কখনও তোপসে, কখনও অজিত হিসাবে শাশ্বতকে দেখতে দেখতে তাঁকে গোয়েন্দা চরিত্রে দেখার শখ ছিল অনেকেরই। শবর সিরিজ দর্শকের সেই স্বপ্ন পূরণ করেছে। আগের তিনটি ছবিই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement