গত কয়েক বছর ধরে ভারতে, 'নির্ভয়া' সেই সমস্ত মেয়ে এবং মহিলাদের নামের সমার্থক হয়ে উঠেছে যারা দুর্ভাগ্যবশত ধর্ষণ কিংবা শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হয়। এটাকেই নিজের পরবর্তী ছবির বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।
আজ ১ নভেম্বর মুক্তি পেয়েছে 'নির্ভয়া' ছবির অফিশিয়াল ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার এবং গৌরব চক্রবর্তী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, হিয়া দে প্রমুখরা। প্রত্যুষ এন্টারটেইনমেন্ট এবং এএমআরআইকে এন্টারটেইনমেন্ট স্পেসের প্রযোজনায় আসছে এই ছবি।
১৩ বছরের এক নাবালিকার গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প এগোয়। পিয়ালী, একটি নিরীহ এবং প্রাণোচ্ছল ১৩ বছর বয়সি মেয়ে। দুর্ভাগ্যবশত তাঁকে শিকার হতে হয় গণধর্ষণের। সে কোমায় চলে যায়। এমনকী তাঁর বেঁচে থাকার সম্ভাবনাও তখন খুব কম ছিল। প্রায় ৬ মাস পর কোমা থেকে জেগে সে জানতে পারে, গণধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়েছে। কিন্তু এই বাচ্চা জন্ম দেওয়ার মতো মানসিক এবং শারীরিক অবস্থায় সে নেই। পিয়ালী নিজে এবং সঙ্গে তার পরিবার সিদ্ধান্ত নেয় ৬ মাসের গর্ভাবস্থায় গর্ভপাতের জন্য আদালতে আবেদন জানাবেন তাঁরা।
আদালতে, বিচারক আইন, আবেগ এবং মানবতার মধ্যে কোনটা বেছে নেবেন, সেই দ্বন্দ্বে পড়েন। এই ঘটনা স্পষ্ট করে দেয় যে, গণধর্ষণ সম্পর্কিত আইন পুনর্বিবেচনা করা প্রয়োজন। ঠিক এই বার্তা নিয়েই এগোয় ছবির গল্প। গত ২৩ জুন থেকে শুরু হয়েছিল 'নির্ভয়া' ছবির শ্যুটিং। এই ছবি পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ নিজেই লিখেছেন অংশুমান প্রত্যুষ।
এর আগে তাঁর পরিচালিত 'প্যান্থার', 'বাজি' এবং 'এসওএস কলকাতা' অ্যাকশন ও থ্রিলারধর্মী। তবে এই ছবির মাধ্যমে তিনি যে দর্শকদের নতুন স্বাদ উপহার দেবেন তা আর বলতে বাকি রাখে না।