Advertisement

Piya Chakraborty On Motherhood: "মাতৃত্ব অবশ‍্যই একটা ‘চয়েস’ হওয়া উচিত", অনুভূতি ভাগ করে নিলেন হবু মা পিয়া

Piya Chakraborty: পিতৃত্বকালীন ছুটি নিয়ে স্ত্রী পিয়ার পাশে এই বিশেষ সময়ে থাকতে চান অভিনেতা। পরিবারে ছোট্ট অতিথি আসার আগে হবু মা- বাবা এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন।

পিয়া ও পরমব্রত (ছবি: ইনস্টাগ্রাম) পিয়া ও পরমব্রত (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Apr 2025,
  • अपडेटेड 12:56 PM IST

মা - বাবা হতে চলেছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। এবছর বাংলা নববর্ষে মৃত্যুঞ্জয় কর হয়ে ফিরেছেন পরম। তবে এই ব্যস্তবহুল জীবনে কাজের থেকে কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পিতৃত্বকালীন ছুটি নিয়ে স্ত্রী পিয়ার পাশে এই বিশেষ সময়ে থাকতে চান অভিনেতা। পরিবারে ছোট্ট অতিথি আসার আগে হবু মা- বাবা এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন। এমনকী সন্তানের কথা ভেবে, পাশে পার্ক আছে এরকম বাড়ি কিনছেন জুটি।  

মাতৃত্বের জার্নির অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে পিয়া সংবাদমাধ্যমের কাছে বলেন, "ব‍্যক্তিগত ভাবে এই বছরে নতুন একটি অধ‍্যায়ের শুরু। একজন 'ব্র্যান্ড নিউ' সদস‍্য ভুমিষ্ঠ হবেন এবং যোগ দেবেন আমাদের সংসারে। আমার কাছে এখনও বিষয়টা খুব 'সুররিয়্যাল'। এই রকম ঘটনা জীবনে এই প্রথম বার ঘটছে। তাই অনেকটা অজানা জড়িয়ে আছে এই অভিজ্ঞতার সঙ্গে। আমরা কথায় কথায় শুনি যে, মাতৃত্ব একটি চিরন্তন, শাশ্বত অনুভূতি এবং এর কোনও তুলনা হয় না। তবে বাস্তবে একটু গভীরে গেলে দেখা যায়,'প্রত্যেক মা নিজের মতো করে অনন্য'। নিশ্চয়ই কিছু সর্বজনীন প্রবৃত্তি থাকে। তবে মাতৃত্বের অনুভূতি, সংজ্ঞা, দৃষ্টান্ত আসলে অনেক রকমের হয়।" 

তিনি আরও বলেন, "মাতৃত্ব অবশ‍্যই একটা ‘চয়েস’ হওয়া উচিত, এই মতে আমি চিরকাল বিশ্বাসী। আমি নিজের কথা বলতে পারি, জীবনের অনেকটা কাটিয়ে এসে তবেই এই সিদ্ধান্ত নিতে পেরেছি। নিজেকে মানসিক ভাবে পরিণত মনে হয়েছে, প্রস্তুত মনে হয়েছে। যদি তা না মনে হত, তা হলে বিরত থাকতাম।"  

আরও পড়ুন

এদিকে ২০২৫-এ একগুচ্ছ কাজ আছে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতে। সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের 'কিলবিল সোসাইটি'। ইশা সাহার সঙ্গে পরের ছবির শ্যুটিংয়ের ব্যস্ততা রয়েছে। দ্রুত সেই কাজ সারছেন। সংবাদমাধ্যমকে অভিনেতা- পরিচালক জানান, "ফেব্রুয়ারি মাসে আমি আর পিয়া চক্রবর্তী জানিয়েছি, আমরা মা-বাবা হতে চলেছি। জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে। এই সময় পিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল। কাজের চাপে যেটা আমি পারিনি। নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই।" 

Advertisement

তিনি আরও বলেন, "একই সঙ্গে পিয়ার পাশে থেকে ওঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই। কারণ, স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়। বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা। কারণ, এই সময় ভাল-মন্দ সব কিছুই স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গেই ভাগ করতে চায়।" জানা যাচ্ছে, মে মাস থেকেই পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা রয়েছে হবু বাবা- পরমব্রতর। তাঁদের সন্তানের জন্মের পর অন্তত মাস দু'য়েক পরে অবধি ছুটিতে থাকবেন তিনি।  

প্রসঙ্গত, আলোচনায় থাকেন পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী।  ২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত ও পিয়া। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এর আগে, কিছু বছর প্রেমের পরে ২০১৫ সালে সঙ্গীতশিল্পী অনুপম রায়কে বিয়ে করেন পিয়া। কিন্তু বিয়ের ৬ বছর পরে ২০২১ সালে যৌথ বিবৃতি নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা জুটি। সে সময় কারণ হিসেবে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছে পরম-পিয়া। যদিও এরপর থেকে নিজেদের 'শুধু ভাল বন্ধু' হিসেবে পরিচয় দিয়েছিলেন দু'জনেই। কিন্তু শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়। 
 
 

Read more!
Advertisement
Advertisement