Advertisement

Projapoti: 'প্রজাপতি' নিয়ে দারুণ খবর! এবার ওটিটি-তে মিঠুন-দেবের ছবি

Mithun Chakraborty- Dev's Projapoti: বহু বাংলা ছবির বক্স অফিসের পুরনো রেকর্ড ভেঙেছে 'প্রজাপতি'। শোনা যাচ্ছে উৎসবের মরসুমেই নাকি ওটিটি-তে আসছে এই ছবি।

'প্রজাপতি' ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেব'প্রজাপতি' ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2023,
  • अपडेटेड 5:15 PM IST

গত  ডিসেম্বর মাসে, বড়দিনের আগে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেবের (Dev)  'প্রজাপতি' (Projapoti)। এই ছবি দীর্ঘদিন শিরোনামে ছিল, মূলত দুটি কারণে। প্রথমটি ছবির বিপুল বক্স অফিস সাফল্য এবং দ্বিতীয়টি, দুই অভিনেতাকে নিয়ে বিতর্ক। বিনোদনের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক রং নিয়ে কটাক্ষ এবং আলোচনা শুরু হয় ছবিকে নিয়ে। যদিও নিন্দুকদের কথায় পাত্তা দেয়নি টিম 'প্রজাপতি'। বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করে দারুণ লক্ষ্ণীলাভ করছে এই ছবি। তবে যারা বড় পর্দায় দেখে উঠতে পারেননি, তাদের মন খারাপ এবার দূর হওয়ার পালা। 

বহু বাংলা ছবির বক্স অফিসের পুরনো রেকর্ড ভেঙেছে 'প্রজাপতি'। প্রথম সপ্তাহেই এই ছবির আয় ছিল প্রায় ২.১৭ কোটি। সব মিলিয়ে এখন পর্যন্ত 'প্রজাপতি'-র সব মিলিয়ে বক্স অফিস কালেকশন প্রায় ১৩ কোটি। এই অঙ্ক নিঃসন্দেহে বাংলা ছবি তথা টলিউড ইন্ডাস্ট্রির জন্য অনেকটা আশা আলো দেখিয়েছে।

আরও পড়ুন

এবার ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে মিঠুন- দেবের 'প্রজাপতি'। যা নিঃসন্দেহে সকলের জন্যে দারুণ খবর হবে সিনেমাপ্রেমীদের জন্য। জি ফাইফে স্ট্রিমিং হবে ছবির। তবে কবে থেকে, তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে উৎসবের মরসুমেই নাকি ওটিটি-তে আসছে 'প্রজাপতি'। সামনে ইদ এবং এরপর বাংলা নববর্ষ। তাই আশা করা যায়, তার আগেই সকলে দেখতে পাবেন ছবিটি।   

প্রসঙ্গত, এই ছবি ঘিরে নানা আলোচনা হয়। তবে মিঠুন- দেব দু'জনেই রেখেছিলেন 'কেয়ার নট অ্যাটিটিউট'। 'প্রজাপতি' মুক্তির ২৫তম দিনে সংবাদিকদের মিঠুন বলেন, "প্রজাপতি হইহই করে চলছে। দর্শকদের পছন্দ হচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওনা। নবীনা, পূরবী এই সব হলে ছবি দেখে বড় হয়েছেন। তাই নন্দন আলাদা কিছু নয়। তবে নন্দনের কমিটিতে কারা আছেন, আমি জানতে চাই। যাঁরা অনীক দত্তের ছবি, 'প্রজাপতি'-র মতো ছবি বাতিল করে। নিশ্চয়ই তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।" 

Advertisement

তিনি আরও যোগ করেন, "ছবিটা ভাল ভাবে চলছে, এটাই খুশির খবর। তাই কাউকে কোনও রকম ব্যক্তিগত আক্রমণ নয়। তবে হ্যাঁ, কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেবকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন কারণ তিনিই এখন ঐ পার্টির শেষ কথা। কিন্তু দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে। আর দর্শক যারা ভেবেছিল পরে দেখবে, তারা প্রথম সপ্তাহেই দেখেছে আর তারপর মুখে মুখে এই ছবির প্রচার করেছে। এটা অশনি সংকেত। মানুষেরা আস্তে আস্তে জাগছে, উত্তর দিচ্ছে।"

অন্যদিকে এই প্রসঙ্গে দেবের জবাব, "না না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মত। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা বাংলা সিনেমার জয়। দর্শকদের ভাল লাগছে। এটাই সব বিতর্কের আসল জবাব।" 

 

Read more!
Advertisement
Advertisement