
'যাঁরা আমাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিসেবে গড়ে তুলেছেন, তাঁদের সকলের অবদানেই এই পুরস্কার।' পদ্মশ্রী প্রাপ্তির পর প্রথম প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন অভিনেতা। রবিবার ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ। padmaawards.gov.in-এ প্রকাশিত তালিকায় পদ্মশ্রী প্রাপক হিসাবে তাঁর নাম রয়েছে।
'ইন্ডিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'আমি সত্যিই কৃতজ্ঞ। ভারত সরকার আমাকে এই সুযোগ দিয়েছে, তার জন্য ধন্যবাদ। আমি গত ৪০ বছর ধরে কাজ করে চলেছি। এই যাত্রায় শুধু আমি নই, আমার সঙ্গে যুক্ত প্রত্যেকে; প্রযোজক, পরিচালক, সহ-অভিনেতা, টেকনিশিয়ান; সবাই এই সম্মানের ভাগীদার।'
রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণের বিষয়ে আবেগপ্লুত প্রসেনজিৎ। বলেন, 'রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করতে পারাটাই আমার কাছে একটা বিরাট ব্যাপার। সেটা আজীবন মনে রাখার মতো।'
উল্লেখ্য, দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম পদ্ম পুরস্কার। তিনটি বিভাগে এই সম্মান দেওয়া হয়; পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ব্যতিক্রমী ও অনবদ্য অবদানের জন্য পদ্মবিভূষণ, বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনও ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী দেওয়া হয়।
চার দশকেরও বেশি সময় ধরে বাংলা ও হিন্দি সিনেমায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই দীর্ঘ পথচলার স্বীকৃতিতেই এবার তাঁর ঝুলিতে যুক্ত হল পদ্মশ্রী।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের তালিকা (পশ্চিমবঙ্গ):
অশোক কুমার হালদার - সাহিত্য ও শিক্ষা
গম্ভীর সিং ইয়নজোনে - সাহিত্য ও শিক্ষা
হরি মাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) - শিল্প
জ্যোতিষ দেবনাথ - শিল্প
কুমার বোস - শিল্প
মহেন্দ্র নাথ রায় - সাহিত্য ও শিক্ষা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - শিল্প
রবিলাল টুডু - সাহিত্য ও শিক্ষা
সরোজ মণ্ডল - চিকিৎসাক্ষেত্র
তরুণ ভট্টাচার্য - শিল্প
তৃপ্তি মুখোপাধ্যায় - শিল্প