Advertisement

Raj Subhashree Kissing Video Viral: ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে স্বাগত! সোশ্যালে ভিডিও শেয়ার করলেন রাজ, শুভশ্রী

Tollywood Couple: বিয়ের বয়স প্রায় সাড়ে সাত বছর হলেও এখনও প্রেমে যেন ডগমগ। আর সেই প্রমাণ ফের মেলে তাঁদের সোশ্যাল পেজে। প্রায়ই আদুরে ছবি- ভিডিও শেয়ার করেন 'রাজশ্রী'।

রাজ -শুভশ্রী (ছবি: ইনস্টাগ্রাম) রাজ -শুভশ্রী (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 12:29 PM IST

টলিউডের পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে একে অপরকে চোখে হারান একথা এখন বোধ হয় আর কারও অজানা না। বিয়ের বয়স প্রায় সাড়ে সাত বছর হলেও এখনও প্রেমে যেন ডগমগ। আর সেই প্রমাণ ফের মেলে তাঁদের সোশ্যাল পেজে। প্রায়ই আদুরে ছবি- ভিডিও শেয়ার করেন 'রাজশ্রী'। যার জন্যে কম  কটাক্ষের শিকার হতে হয় না তাঁদের। 

ট্রোলিংকে একেবারেই পাত্তা দিতে নারাজ রাজ -শুভশ্রী। 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে, সব সময় পজিটিভ থাকতে চেষ্টা করেন তাঁরা। মাঝে মধ্যেই রাজ- শুভশ্রীকে দেখা যায়, প্রকাশ্যে একে অপরের ঠোঁটে ঠোঁট রাখতে। এই নিয়ে নানা কটূকথা শুনতে হয় জুটিকে। ২০২৬-র বর্ষবরণের সময়ও একই দৃশ্য দেখা গেল। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন টলি জুটি। রাতপার্টিতে মজে ব্যাংককের রাস্তাতেই তাঁদের রোম্যান্স জমল। সেই ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেননি টলি নায়িকা।  

 

 

এর আগে আরও একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। ইউভান-ইয়ালিনিকের নিয়ে ব্য়াংককে ডলফিন শো দেখতে গিয়েছিলেন দু'জনে। ডলফিন দেখে দারুণ খুশি দুই ক্ষুদে। সেই লেন্সবন্দি মুহূর্ত দেখে নেটিজেন থেকে অন্যান্য তারকরা আদর- শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা। ২০২৫-র শেষ থেকে বেশ কঠিন সময় যাচ্ছে জুটির। একদিকে শুভশ্রীকে যেমন মেসিকাণ্ডের পরে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। অন্যদিকে সম্প্রতি রাজও বিতর্কে জড়ান, তাঁর নতুন ছবি 'হোক কলরব'-র সংলাপ নিয়ে। এরই মাঝে ছেলেমেয়েদের নিয়েই বিদেশে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি।

 

এর আগে শুভশ্রীকে চুমু খাওয়া নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন রাজ। তিনি বলেন, "কেউ প্রশংসা করবে বা কটাক্ষ করবে বলে তো আমরা কিছু করিনি। চুমু খেতে ইচ্ছে হয়েছে তাই করেছি। সব সবময় করব। আমি আমার বউকে চুমু খেয়েছি, পাশের বাড়ির বৌদিকে তো নয়। কে কী বলল তার জন্য তো আমি আমার বউকে কিস করা বন্ধ করতে পারি না। বরং আরও দুটো বেশি কিস করতে পারি। আমি বলব যে বউকে অন্তত প্রকাশ্যে চুমু খান। কিচ্ছু যায় আসে না। লুকিয়ে দরজা-জানলা বন্ধ করে বউকে কিস করতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি। আপনার বউ, আপনি কিস করবেন সেটাই তো স্বাভাবিক।" 

Advertisement

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে গাঁটছড়া বেঁধেছিলেন 'রাজশ্রী'। বাওয়ালি রাজবাড়িতে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান। গত ৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেন শুভশ্রী। এবার তাঁদের পরিবারে আসে কন্যা সন্তান- ইয়ালিনি।    


 

Read more!
Advertisement
Advertisement