
টলি বা টেলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যায়। বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছে আরও এক তারকা জুটির সম্পর্কে ফাটল ধরার কথা। স্টুডিও পাড়ায় আলোচনায় সৌপ্তিক চক্রবর্তী ও রণিতা দাশের বিচ্ছেদ। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেননি দু'জনের কেউই।
সৌপ্তিকের সঙ্গে বিচ্ছদের জল্পনার মাঝে, কালী পুজোর দিন পর্দার বাহামণিকে দেখা গেল অন্য এক অভিনেতার সঙ্গে। ম্যাচিং পোশাকে দু'জনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি।
দীপাবলির দিন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে রণিতা ছবি শেয়ার করায়, আলোচনা শুরু হয়। তাহলে কি তাঁরা ভাল বন্ধু? নাকি সেই বন্ধুত্ব একটু বাড়তি 'স্পেশাল'? কয়েকদিন আগে দু'জনে ইত্যাদি নানা প্রশ্ন ঘুরছে সকলের মনে। এমনকী কমেন্ট বক্স ভরেছে এরকম নানা মন্তব্যে। অনেকে মনে করছেন, কাজের প্রচার করতে গিয়েই একসঙ্গে আদুরে ছবি শেয়ার করেছেন দুই অভিনেতা। আবার অনেকের মতে, নতুন সমীকরণ তৈরই হচ্ছে জুটির মধ্যে। তবে কোনটা ঠিক, তা সময়ই বলবে।
এদিকে সংবাদমাধ্যমকে সৌম্য বলেন, "এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পেজের জন্য তৈরি রিল ভিডিয়ো। আমরা অনেক দিন আগে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম। আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব রয়েছে আর কিছু না। যদি এই ছবি দেখে কেউ কিছু ভেবে থাকেন তা সম্পূর্ণ ভুল।"
টেলিভিশনের জনপ্রিয় মুখ রণিতা দাশ। 'ইষ্টিকুটুম'-র বাহামণি এখনও মনের কাছের হয়ে রয়েছে বহু দর্শকদের। বাহা চরিত্রের মাধ্যমে রাতারাতি তারকা হয়েছিলেন রণিতা। কিন্তু হঠাৎই 'ইষ্টিকুটুম' থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ধারাবাহিক থেকে সরে যাওয়ার পরে রণিতাও যেন হারিয়ে গিয়েছেন। মাঝে কয়েকটা ওয়েব সিরিজ বা ছবিতে অভিনয় করলেও তা বিশেষ সফল হয়নি।
অন্যদিকে, ওটিটি বা বড় পর্দার পরিচিত মুখ সৌম্য। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে হিন্দি ছবিতেও কাজ করেছেন। এই মুহূর্তে তিনি ব্যস্ত 'কেমিস্ট্রি মাসি' সিরিজের শ্যুটিং নিয়ে। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।